E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বরিশালে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা,গ্রেফতার ২

২০১৫ জুলাই ১৬ ১৭:১০:৪০
বরিশালে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা,গ্রেফতার ২

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):জেলার হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নান্টু বেপারীকে (৫০) বুধবার রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত কুখ্যাত ডাকাত একই গ্রামের রত্তন রাঢ়ী ওরফে বোবা রত্তনের পুত্র জয়নাল রাঢ়ী ও তার সহযোগী কামাল জমাদ্দারকে গ্রেফতার করেছে।

হিজলা থানার ওসি গোলাম সরোয়ার জানান, বুধবার রাত সাড়ে সাতটার দিকে খেয়া নৌকা যোগে ধুলখোলার বাড়ি থেকে মাটিয়ালা বাজারে যাচ্ছিলেন নান্টু মেম্বার। পথিমধ্যে কুখ্যাত ডাকাত রত্তন রাঢ়ী তার পুত্র জয়নাল ও লিটন রাঢ়ীর নেতৃত্বে তাদের সহযোগীরা নান্টু মেম্বারকে খেয়া নৌকা থেকে জোড়পূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে পাশ্ববর্তী সাইক্লোন শেল্টারের সামনে নিয়ে নান্টু মেম্বারকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রাখা হয়। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় নান্টু মেম্বারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে আসার পর (রাত নয়টার দিকে) কর্তব্যরত চিকিৎসক শাহ সেকান্দার তুহিন নান্টু বেপারীকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, রতনের সাথে দীর্ঘদিন থেকে নান্টু বেপারীর বিরোধ চলে আসছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরধরেই তাকে (নান্টু) কুপিয়ে হত্যা করা হয়েছে। বোবা রত্তনের বিরুদ্ধে থানায় আটটি ডাকাতি মামলা রয়েছে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছেন। ওইদিন রাতেই অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত ডাকাত রত্তন রাঢ়ী ওরফে বোবা রত্তনের পুত্র জয়নাল রাঢ়ী ও তার সহযোগী কামাল জমাদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই নাগরআলী বেপারী বাদি হয়ে ২০জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

(টিবি/এসসি/জুলাই১৬,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test