E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিয়ামতপুরের আলোচিত আদিবাসী শিশু ধর্ষণকারী আটক

২০১৫ জুলাই ২০ ২১:৩৯:১৭
নিয়ামতপুরের আলোচিত আদিবাসী শিশু ধর্ষণকারী আটক

নওগাঁ প্রতিনিধি : অবশেষে ঘটনার প্রায় ১ মাস পর শনিবার বিকেলে ৩ বছরের আদিবাসী শিশু ধর্ষণকারী সোম সরেনকে আটক করেছে নিয়ামতপুর থানা পুলিশ। তার এ গ্রেফতারে স্বস্তি ফিরেছে আদিবাসী পল্লীতে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার এসআই মুকুল জানতে পারেন নিয়ামতপুরের চাঞ্চল্যকর ৩ বছরের আদিবাসী শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী ধর্ষক সোম সরেনের অবস্থান। সঙ্গে সঙ্গে তিনি ফোর্স নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর সংলগ্ন রহনপুর-আড্ডা সড়ক থেকে তাকে শনিবার বিকেলে আটক করে থানায় নিয়ে আসেন।

উল্লেখ্য, গত ২৩ জুন বিকেল ৩টার দিকে নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের দাদরইল আমপাড়া গ্রামের লক্ষ্মী সরেনের ছেলে সোম সরেন (৩৫) তার নিজ শ্যালকের ৩ বছরের শিশু কন্যাকে ফুসলিয়ে খালের পাড়ে নিয়ে ধর্ষণ করে।

পরদিন শিশুটিকে খালের পাড় থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। শিশুটি হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে। অতিরিক্ত রক্তপাত হওয়ায় শিশুটির অস্ত্রপচার করা হয়েছে।

ঘটনার ৬ দিন পর ২৯ জুন মেয়ের বাবা বাদী হয়ে সোম সরেনকে আসামি করে নিয়ামতপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর ধর্ষককে আটকের দাবিতে সোচ্চার হয়ে ওঠে জয়পুরহাট, দিনাজপুরসহ দেশের বিভিন্ন সামাজিক সংগঠন। সোম সরেনকে দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদানসহ মানববন্ধন পালন করে আসছিল আদিবাসী সংগঠনগুলো।

(বিএম/পিএস/জুলাই ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test