E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আগৈলঝাড়ার ঐশীর কৃতিত্বে সংবর্ধনা

২০১৫ জুলাই ২১ ১৭:২৫:৪৩
আগৈলঝাড়ার ঐশীর কৃতিত্বে সংবর্ধনা

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):বরিশালের আগৈলঝাড়ায় সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ছাত্রী মেহেরুন্নাহার ঐশী জাতীয় পর্যায় কাব এ্যাওয়ার্ড অর্জন করে সরকারিভাবে ভারতে শিক্ষা সফর শেষে নিজ এলাকা আগৈলঝাড়ায় সংবর্ধিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার যবসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবি সংগছন স্বপ্নের গ্রামের উদ্যেগে সংগঠনের সহ-সভাপতি সেলিম উজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান করা হয়।

সূত্র মতে, মেহেরুন্নাহার ঐশী জাতীয় পর্যায় ২০১৪ সালের কাব স্কাউটিং-এ শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জন করে। একই বছর প্রাথমিক শিক্ষা সপ্তাহে বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট কাব শিশু নির্বাচিত হয়। ঐশী বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত শিশু ও যুব চিত্রাংকন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সেরা দশের একজন মনোনিত হয়। এছাড়াও জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্যের জন্য একাধিক পুরস্কার পেয়েছে। ঐশী ২০১৪ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি ও জিপিএ-৫ পেয়েছে।

ঐশীর এই কৃতিত্বের জন্য বাংলাদেশ স্কাউটস-এর ব্যবস্থাপনায় চলতি বছরের ৭ এপ্রিল থেকে ১৫ এপ্রিল সপ্তাহব্যাপি ভারতে শিক্ষা সফর করে। মেহেরুন্নাহার ঐশীর বাবা মো. মোস্তাফিজুর রহমান আগৈলঝাড়া সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা আফরোজা আক্তার পাকুরিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

সংবর্ধনা অনুষ্ঠনের বক্তব্য রাখেন মো.সিরাজুল ইসলাম, মো. আজিজুর রহমান বালী, মো.এচাহাক পাইক, হাফিজুর রহমান, মাহাবুবুল ইসলাম, সাংবাদিক কেএম আজাদ রহমান, প্রধান শিক্ষিকা অর্পনা রানী হালদার, সহিদ পাইক প্রমূখ।


(টিবি/এসসি/জুলাই২১,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test