E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বরিশালে র‌্যাবের হাতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার এক

২০১৫ জুলাই ২৩ ২০:০১:০২
বরিশালে র‌্যাবের হাতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার এক

বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর নবগ্রাম রোডের টেক্সটাইল সড়কের মেসার্স মিথিলা এন্টারপ্রাইজ থেকে দু’রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ মো. জিয়াউদ্দিন ওরফে আবু মোল্লা (৪১) নামে এক জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাত ৯টার দিকে এ অভিযান চালানো হলেও রাত ১টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র‌্যাব-৮ এর কর্মকর্তারা। গ্রেফতারকৃত জিয়াউদ্দিন নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম রুইয়া এলাকার বাসিন্দা মো. আক্কেল আলী মোল্লার ছেলে।

র‌্যাব-৮ এর ক্যাপ্টেন আবুল বাশার জানান, বিদেশি পিস্তল এবং গুলি দেখিয়ে জিয়াউদ্দিন বিভিন্ন সময় সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ড করতো। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জিয়াউদ্দিনের অবস্থান নিশ্চিত হয়ে মেসার্স মিথিলা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালাতে গেলে জিয়াউদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে ওই প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে দু’রাউন্ড গুলি ভর্তি ১টি বিদেশি পিস্তল উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

(টিবি/পি/জুলাই ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test