E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কালিয়াকৈরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

২০১৫ জুলাই ২৫ ১৯:১৭:০৩
কালিয়াকৈরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ শনিবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত নাসরিন আক্তার(২৮) ঢাকার কেরানীগঞ্জ আব্বাস তালুকদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নাসরিনের সাথে স্বামী কালিয়াকৈরের ভান্নারা পশ্চিম পাড়া এলাকার সামছুল হকের ছেলে রাজমিস্ত্রি নুরুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। ওই জেরে গত শুক্রবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে গভীর রাতে নুরুল ইসলাম ধারালো বটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়।

শনিবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর নাসরিনের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল আলম জানান, ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

(এএসএস/অ/জুলাই ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test