E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় কাগজপত্র চেকিং-এ রাস্তায় এসপি, বৈধ চালকদের ফুলের শুভেচ্ছা

২০১৫ আগস্ট ০২ ১৮:১৪:৩২
নওগাঁয় কাগজপত্র চেকিং-এ রাস্তায় এসপি, বৈধ চালকদের ফুলের শুভেচ্ছা

নওগাঁ প্রতিনিধি : রবিবার সকাল ১০টায় শহরের মুক্তির মোড়ে মোটর সাইকেলের বৈধ কাগজপত্র চেকিং-এ এবার রাস্তায় নামলেন খোদ জেলা পুলিশ প্রধান মোঃ মোজাম্মেল হক পিপিএম। রাস্তায় নেমেই তিনি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র চেকিং শুরু করেন।

যেসব গাড়ির রেজিস্ট্রেশনসহ বৈধ কাগজপত্র রয়েছে, তাদের হাতে দু’টি করে গোলাপ ফুল ধরিয়ে দিয়ে তাদেরকে বিশ্ব বন্ধু দিবসের শুভেচ্ছা জানান। এতে করে মোটরসাইকেল আরোহীরা আনন্দিত ও উৎসাহিত বোধ করেন। তারা অন্যদেরকে রেজিষ্ট্রেশন করতে উৎসাহিত করবেন বলে পুলিশ সুপারকে আশ্বস্ত করেন।

একজন পুলিশ সুপারের এহেন মহতী উদ্যোগ নওগাঁতে এটিই প্রথম বলে শহরের বিভিন্ন মহলে কথা উঠেছে। পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএিম এ ব্যপারে সাংবাদিকদের জানান, ভেহিকেল আইনের শর্ত পুরন করে যাঁরা মোটরসাইকেল চালাচ্ছেন, তাঁদের এই সম্মান প্রদর্শন দেখে সবাই রেজিষ্ট্রেশন ও কাগজপত্র করতে উৎসাহিত বোধ করবেন।

অপরদিকে যে সকল মটরসাইকেলের আরোহীগণ বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. কফিল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. খোরশেদ আলম, সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইলাল সরকার, সদর থানার অফিসার্স ইনচার্জ জাকিরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর আবু নাহিদ পারভেজ চৌধুরী, সার্জেন্ট মো. গোলাম সারোয়ারসহ অন্যান্য পুলিশ সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গত ১৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত নওগাঁ জেলায় মোটরসাইকেল চেকিং অভিযানে সঠিক কাগজ পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ১হাজার ২শ’ ৭৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল এবং ৬শ’ ২৪টি মোটরসাইকেল আটক করা হয়েছে। সংশ্লিষ্ট মোটরসাইকেল সমূহের বিপরীতে জরিমানা স্বরূপ ২লাখ ৭০ হাজার টাকা আদায় পূর্বক চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। এছাড়া ২হাজার ৪শ’ ২২টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে। এতে করে ১ কোটি ৬লাখ ২৩ হাজার ৬শ’ ৮ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে।

(বিএম/এএস/আগস্ট ০২, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test