E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নওগাঁয় সংখ্যালঘুর বাড়ি ভাংচুরের মামলায় আটক ৩

২০১৫ আগস্ট ০৪ ১৬:৪৭:৫৩
নওগাঁয় সংখ্যালঘুর বাড়ি ভাংচুরের মামলায় আটক ৩

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে পাওয়ার টিলার দিয়ে জমি চাষের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক সংখ্যালঘু পরিবারের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও নারীদের শ্লালীনতাহানীসহ দু’জন গুরুতর আহত হয়েছে । এ ঘটনায় থানায় মামলা দেয়ায় আসামীদের হুমকিতে বাদী পরিবারের সদস্যরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

জানা গেছে, গত ৩১ জুলাই সকালে উপজেলার কালুশহর মোল্লাপাড়া গ্রামের সংখ্যালঘু নরেশ রবিদাসের ছেলে দিপল কুমার রবিদাস ও শিতেস কুমার রবিদাসের সঙ্গে একই গ্রামের মৃত হোসেব উদ্দীনের ছেলে উজ্জল হোসেনের পাওয়ারটিলার দিয়ে জমি চাষ করা নিয়ে বাক বিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটে ।

এর জের ধরে উজ্জল হোসেন তার ভাই আঃ রাজ্জাকের নেতৃত্বে ৭/৮ জন লোক নিয়ে ওইদিন দুপুরে শিতেস রবিদাসের বাড়িতে ফের হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট এবং শিতেসের স্ত্রী শ্রীমতি ফুল কুমারী ও মেয়ে শ্রীমতি বাসন্তি রানীর পরনে থাকা শাড়ি খুলে নিয়ে শ্লালীনতাহানী ঘটায়।

এসময় তারা বাড়ির লোকজনদেরকে লাঠিসোটা ও রড দিয়ে বেধরক মারপিট করে। হামলাকারীদের হাসুয়ার কোপে দিপল রবিদাস গুরুতর জখম হয়ে মহাদেবপুর হাসপাতালে ভর্তি হয় এবং অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নেয়।

এ ঘটনায় উজ্জল ও তার ভাই আঃ রাজ্জাকসহ ৬ জনকে আসামী করে গত ১ আগষ্ট শিতেস কুমার রবিদাস বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করে। শিতেস ও তার পরিবারের লোকজন অভিযোগ করেন, মামলা দেয়ার দিন থেকেই আসামী পক্ষের লোকজন তাদের বিভিন্নভাবে হত্যার হুমকী দেয়াসহ বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। একারনে তাদের পরিবার চরম ভাবে নিরাপত্তাহীনতায় ভূগছে।

তারা নিরাপত্তাহীনতায় ভূগছে, এমন কথা অস্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ সাবের রেজা আহম্মেদ জানান, মঙ্গলবার (৪ আগষ্ট) সকালে এ মামলার ৬ আসামীর মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

(বিএম/এসএফকে/আগস্ট ০৪, ২০১৫)


পাঠকের মতামত:

১০ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test