E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ধারের ২ লাখ টাকা আত্মসাত করতে বন্ধুর স্ত্রীকে হত্যা!

২০১৫ আগস্ট ১০ ১৬:৩৪:২৬
ধারের ২ লাখ টাকা আত্মসাত করতে বন্ধুর স্ত্রীকে হত্যা!

নওগাঁ প্রতিনিধি : রবিবার দিনগত রাতে জেলার আত্রাইয়ে ধারের ২ লাখ টাকা আত্মসাত করতে প্রবাসী বন্ধুর স্ত্রীকে কৌশলে বিষের ট্যাবলেট খাইয়ে হত্যা করেছে প্রাতবেশী নান্টু নামে এক পানের দোকানী। সোমবার সকালে পুলিশ প্রবাসীর স্ত্রী মোছাঃ হীরা খাতুনের (৩৩) লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সেই সঙ্গে ঘাতক নান্টুকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভোঁপাড়া গ্রামের দুবাই প্রবাসী মোঃ জয়বর আলীর বন্ধু আত্রাই ষ্টেশনের পান দোকানী নান্টু জয়বরের অনুপস্থিতিতে তার পরিবারে অবাধ যাতায়াত শুরু করে। প্রবাসী বন্ধুর স্ত্রী হীরার সঙ্গে গড়ে ওঠে নান্টুর গভীর সম্পর্ক। নান্টু ভোঁপাড়া গ্রামের ওসমান আলীর পুত্র। একপর্যায় জয়বরের স্ত্রী হীরা খাতুনকে পটিয়ে-পাটিয়ে তার কাছ থেকে ২ লাখ টাকা ধার নেয় নান্টু। দীর্ঘদিন হলেও নান্টু সেই টাকা পরিশোধ করেনা। অজ্ঞাত কারনে হঠাৎ করেই তাদের সম্পর্কে ফাটল ধরে। ১পুত্র, ২ কন্যার জননী হীরা সেই টাকার জন্য সম্প্রতি নান্টুকে চাপ সৃষ্টি করে। এতে নান্টু ধারের টাকা মেরে দিতে কৌশল অবলম্বন করে।

রবিবার দিনগত রাত ৯টার দিকে পানের দোকান বন্ধ করে নান্টু হীরার বাড়িতে যায়। সে হীরাকে বলে, “তোমার হাঁপানী রোগ আছে। আমি কবিরাজের কাছ থেকে তোমার জন্য দামী ওষুধ এনেছি। খাওয়ার সঙ্গে সঙ্গে ভাল হয়ে যাবে”। এই বলে নান্টু নিজেই এক গ্লাস পানিতে একটি ট্যালেট গুলিয়ে নিজ হাতে হীরাকে খাইয়ে দেয়। এরপর হীরাকে ঘুমোতে বলেই সেখান থেকে সটকে পড়ে নান্টু।

এদিকে নান্টুর ট্যাবলেট খাওয়ানোর ৫/৭ মিনিটের মধ্যে হীরা বমি করতে শুরু করে। রাতেই তাকে আত্রাই হাসপাতালে নেয়া হলে রাত ১১টার দিকে সে মারা যায়। সোমবার নিহত হীরার ভাই জুয়েল মৃধা বাদী হয়ে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক নান্টুকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

(বিএম/এসসি/আগষ্ট ১০,২০১৫)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test