E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ক্ষেতের ফসল খাওয়ায় ছাগল ধরে জবাই!

২০১৫ আগস্ট ১১ ১৬:৪৫:৫৫
নওগাঁয় ক্ষেতের ফসল খাওয়ায় ছাগল ধরে জবাই!

নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার সকাল ১০টার দিকে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের সফাপুর দক্ষিণপাড়া গ্রামে ক্ষেতের ফসল খাওয়ার অভিযোগে অসহায় এক দিনমজুরের ছাগল জবাই করে প্রতিশোধ নিয়েছে প্রতিবেশি প্রভাবশালী ক্ষেত মালিক কামরুল ইসলাম।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের আগমন টের পেয়ে কামরুল বাড়ি থেকে সটকে পড়েন। পরে সেখান থেকে ছাগলের চামড়া ও মাংস জব্দ করে পুলিশ।

দুপুর ১২টার দিকে ঘটনাস্থল গিয়ে দেখা যায়, জবাইয়ের পর ছাগলের চামড়া ছাড়িয়ে মাংস বানানোর কাজ করছেন গৃহকর্তা কামরুল ইসলাম। বাড়ির নারীরা ব্যস্ত পেঁয়াজ, রসুন ও মসলা তৈরিতে। উনুনে চলছে রান্নার প্রস্তুতি। ক্যামেরাসহ সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে কামরুল ইসলাম তড়িঘড়ি হাতের অস্ত্র ফেলে দাঁড়িয়ে পড়েন।

ছাগল মালিক আলমগীর হোসেন জানান, দিনমজুরের সামান্য উপার্জন দিয়ে স্ত্রী, সন্তান ও বিধবা মাকে নিয়ে অতি কষ্টে চলে তাদের সংসার। পরিবারে বাড়তি আয়ের জন্য একটি ছাগল পালন করেন স্ত্রী ও বিধবা মা মনোয়ারা বিবি। ছাগলটি ৩ মাস আগে দুটি বাচ্চা দিয়েছে। ক্ষেতের ফসল খেয়েছে এমন অভিযোগে প্রতিবেশি কামরুল ইসলাম ছাগলটি ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। পরে সেটি জবাই করে মাংস খাবার চেষ্টা করেন তিনি। স্থানীয়দের অভিযোগ, ফসল খাওয়ার ঘটনায় কামরুল ছাগলটি খোয়াড়ে দিতে পারতেন। তা না করে ক্ষমতার দাপট দেখিয়ে তারা অসহায় দিনমজুরের ছাগলটি জবাই করে এভাবে প্রতিশোধ নিয়েছেন।

অভিযুক্ত কামরুল ইসলাম জানান, প্রতিবেশি আলমগীর হোসেনের ছাগলে তার বাড়ির উঠানে লাগানো ঢেঁড়স ও ডাটার একটি করে গাছ খেয়ে ফেলে। এতে রাগের বসবর্তি হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

(বিএম/এএস/আগস্ট ১১, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test