E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ডিজিটাল রাজস্ব ঘড়ির উদ্বোধন

২০১৪ মে ২২ ১৪:১১:০৭
ডিজিটাল রাজস্ব ঘড়ির উদ্বোধন

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন কাগজ চত্বরে ডিজিটাল রাজস্ব ঘড়ির উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে ঘড়িটি উদ্বোধন করেন তিনি।

এ ছাড়া সংগঠনটি রাজধানীর বিজয় সরণিতে আরো একটি ডিজিটাল রাজস্ব ঘড়ি স্থাপন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, সিগারেটের মূল্য বৃদ্ধি ও করারোপ করে জনগণকে ধুমপানে নিরুৎসাহিত করতে হবে। এতে সরকারের অতিরিক্ত রাজস্ব আয়ের সুযোগও সৃষ্টি হবে।

আয়োজনকারী সম্মিলিত তামাকবিরোধী জোটের নেতৃবৃন্দ জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ না মেনে সরকার যদি সস্তা মূল্যের সিগারেটের উপর শতকরা ৭০ ভাগ করারোপ করে এবং একটি সিগারেটের মূল্য সর্বনিম্ন ৩ টাকা নির্ধারণ করে তাহলে প্রতিদিন এই খাত থেকে অতিরিক্ত ২০ কোটি টাকা রাজস্ব আয় করা সম্ভব হবে।

এ ছাড়া আগামি বাজেট অধিবেশন পর্যন্ত ডিজিটাল রাজস্ব ঘড়ি দুটি প্রদর্শন করা হবে বলে জানান নেতৃবৃন্দ।

(ওএস/এটিআর/মে ২২, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test