E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নাটোরে অনিমা চৌধুরী অডিটোরিয়াম নির্মাণ কাজের উদ্বোধন

২০১৫ আগস্ট ২৮ ২০:০৭:২৯
নাটোরে অনিমা চৌধুরী অডিটোরিয়াম নির্মাণ কাজের উদ্বোধন

নাটোর প্রতিনিধি : নাটোরে এক হাজার আসন বিশিষ্ট অনিমা চৌধুরী অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের নির্মাণ কাজ শুরু হয়েছে। শহরের আলাইপুর এলাকায় জেলা পরিষদের উদ্যোগে ১৫ কোটি ৮৭ লাখ ৫২ হাজার ৩৪০ টাকা ব্যায়ে এই নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

শুক্রবার দুপুরে নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন এলজিআরডির অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তীম জেলা প্রশাসক মশিউর রহমান, জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান খান, পুলিশ সুপার শ্যামল কুমার মুর্খাজী, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফ উদ্দিন, জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি উমা চৌধুরী জলি, যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান এহিয়া চৌধুরী, সাবেক জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শফিউল আজম স্বপন প্রমুখ। এরপর সংসদ সদস্য শহরের ষ্টেশন বাজার এলাকার চামড়াপট্রির জামে মসজিদে ১০টি এয়ার কন্ডিশনার উদ্বোধন শেষে শেখেরহাট জামে মসজিদের উদ্বোধন করা হয়।

(এমআর/পি/অাগস্ট ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test