E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সাতক্ষীরা সীমান্তে দুটি সোনার বারসহ এক পাচারকারি আটক

২০১৫ সেপ্টেম্বর ০২ ১৮:১৬:৪৫
সাতক্ষীরা সীমান্তে দুটি সোনার বারসহ এক পাচারকারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি: মটর সাইকলে করে ভারতে পাচারকালে দুটি সোনার বারসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি।

বুধবার বিকেল তিনটার দিকে সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটককৃত পাচারকারির নাম ইউসুফ আলী (৪০)। সে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাঁড়ি গ্রামের বাহার আলীর ছেলে।

বিজিবির ৩৮ ব্যাটেলিয়নের ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার জানান, বুধবার বিকেল তিনটার দিকে হাবিলদার হাবিবুল্লার নেতৃত্বে একটি টহল দল সীমান্তের লক্ষ্মিদাঁড়ি বেড়ি বাঁধে টহলে ছিল। এ সময় অনিমা মণ্ডলের বাড়ির পাশের বেড়িবাঁধে এক মোটর সাইকেল চালককে তারা চ্যালেঞ্জ করেন। পরে তার দেহ তল্লাশি করে দুটি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি ১০ তোলা হিসাবে এর ওজন ২০ তোলা। এ সময় পাচার কাজে ব্যবহৃত নাম্বারবিহীন ১০০ সিসি একটি মটর সাইকেল জব্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক অহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ভোমরা বিজিবি ক্যাম্পের হাবিলদার বাদি হয়ে ইউসুফ আলীর নাম উল্লেখ করে বুধবার সন্ধ্যায় থানায় একটি মামলা দায়ের করেছেন।

(আরকে/এলপিবি/সেপ্টেম্বর ২, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test