E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মোরেলগঞ্জে ছাত্রী নিপীড়ণকারী সেই প্রধান শিক্ষক গ্রেফতার

২০১৫ সেপ্টেম্বর ০৩ ১৭:৪১:৪৬
মোরেলগঞ্জে ছাত্রী নিপীড়ণকারী সেই প্রধান শিক্ষক গ্রেফতার

বাগেরহাট ও মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ১০ম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নকারী প্রধান শিক্ষক পরবন্ধু সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। হাইকোর্টের একটি বেঞ্চ রুল নিশি জারির পরে থানা পুলিশ ওই ছাত্রীর পিতা শঙ্কর লাল বিশ্বাসকে খুঁজে বের করে বুধবার রাতে মামলা নিয়ে আসামি পরবন্ধু সরকারকে গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে।

পরবন্ধু সরকার (৫০) শৌলখালী সুহাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্কুল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরেও ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় থানা পুলিশ মামলা না নেওয়ায় গত ৩১ আগষ্ট বিদ্যালয়ের সভাপতি এ্যাডভোকেট প্রবীর রঞ্জন হালদার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।

এতে স্বরাষ্ট্র সচিব, আইজপি, বাগেরহাট জেলা পুলিশ সুপার ও মোরেলগঞ্জ থানার ওসিকে প্রতিপক্ষ করা হয়। ওই পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের যৌথ বেঞ্চ আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে ছাত্রী নিপীড়ণের বিষয়ে কি ব্যবস্থা গ্রহন করা হয়েছে তার ব্যাখ্যা চেয়েছেন প্রতিপক্ষের কাছে। পুলিশ এই রুল নিশির কপি পেয়ে বুধবার রাতে হাইকোর্টের নির্দেশ মতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১০ ধারা(যৌন নিপিড়িন)ও ৫০৬ দন্ডবিধিতে থানায় মামলা রেকর্ড করে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) তারক বিশ্বাস গতকাল মোরেলগঞ্জ সদর বাজার থেকে পরবন্ধুকে গ্রেফতার করেন।

গত ৬জুন পরীক্ষা চলাকালে ১০ম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে সেবা করার নামে কমনরুমে নিয়ে যৌন নিপীড়ন করেন প্রধান শিক্ষক পরবন্ধু। ওইদিনই ছাত্রিটি এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে পালিয়ে যায় প্রধান শিক্ষক পরবন্ধু।

অভিভাবক ও এলাকাবাসীর চাপের মুখে তিনি গা ঢাকা দেন। পরে ম্যানেজিং কমিটি ভিখিত ভাবে থানা পুলিশকে অবহিত করে। কিন্তু পুলিশ প্রভাবশালী এক নেতার চাপে আইনগত কোন ব্যবস্থা বা মামলা নেয়নি। নিরুপায় হয়ে এ ঘটনার বিচারের দাবিতে বিদ্যালয় এলাকায় লাগাতর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা।

অভ্যান্তরীন তদন্ত শেষে প্রধান শিক্ষক পরবন্ধুকে প্রথমে সাময়িক বরখাস্ত ও পরে চুড়ান্ত ভাবে বরখাস্ত করে স্কুল ম্যানেজিং কমিটি।

(একে/এসসি/সেপ্টেম্বর০৩,২০১৫)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test