E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আগৈলঝাড়ায় প্রশাসনের হয়রানির প্রতিবাদে ব্যবসায়ীদের বিশেষ সভা

২০১৫ সেপ্টেম্বর ০৪ ১৩:৫৯:৫৭
আগৈলঝাড়ায় প্রশাসনের হয়রানির প্রতিবাদে ব্যবসায়ীদের বিশেষ সভা

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের বিভিন্ন হয়রানীর প্রতিবাদে উপজেলা সদর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বিশেষ সভা গতকাল সকাল ১১ টায় বাজারের বটতলায় অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় ব্যবসায়ী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সভা এক পর্যায়ে দুপুর পর্যন্ত অব্যাহত থাকায় সভাটি ব্যবসায়ীদের সমাবেশে পরিণত হয়।

আগৈলঝাড়া ব্যবসায়ী ঐক্য পরিষদের আয়োজনে প্রবীণ ব্যবসায়ি আ. মালেক হাওলাদারের সভাপতিত্বে বিশেষ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী আ. রইচ সেরনিয়াবাত, মোল্লা মো. হান্নান, শাহ আলম হাওলাদার ধলা, সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ি মো. মোশারফ মোল্লা, আ. ছালাম হাওলাদার, শ্রমিক লীগ সভাপতি লিটন তালুকদার, ছাত্রলীগ সহ-সভাপতি আবু সালেহ লিটন, চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার, বিপুল দাস, ব্যবসায়ি ডা. বীরেন চৌধুরী, ইদ্রিস হাওলাদার, কার্তিক বেপারী, জিএম কবির, সহিদ পাইক, স্বপন বালী, আলাউদ্দিন পাইক প্রমুখ।

বক্তরা বলেন সরকারী নিয়মনীতির বাইরে প্রশাসনের কোন লোককে কোন টাকা দেয়া হবেনা। এছাড়াও প্রশাসনের বিভিন্ন হয়রানী ও প্রতিবন্ধকতা দূর করতে সকল ব্যবসায়িকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় ব্যবসায়ীরা আরও বলেন, সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানে বিধি মোতাবেক বন্দোবস্ত ছাড়া কাউকে কোন টাকা দেওয়া হবেনা। ব্যবসায়ীদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবিচার, চাঁদাবাজিসহ সকল ধরণের হয়রানি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। শীঘ্রই ট্রেড লাইসেন্সধারী ব্যবসায়ীদের তালিকা তৈরী করে কেন্দ্রীয় ব্যবসায়ী ঐক্য পরিষদের কমিটি পুনর্গঠন করা হবে। সর্বোপরি স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ্র নিকট ব্যবসায়ীদের সকল দাবি-দাওয়া তুলে ধরার কথাও জানান ব্যবসায়িরা।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ বলেন, খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মান বন্ধে ব্যবসায়িদের নোটিশ দেয়া হয়েছিল। তারা ঈদের পরে ৭ দিনের সময় নিয়েছিল। কিন্তু এখন পর্যন্তও তারা লিজ নবায়ন না করায় তাদের ডেকে লিজের টাকা জমা দিতে বলা হয়েছে। অসাধু ব্যবসায়িরা নিজেদের দলে লোক ভারি করতে খাল পাড়ের ব্যবসায়িদের মধ্যে বিষ বাস্প ছড়াচ্ছে। কতিপয় ব্যবসায়ি নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যর্থ হয়ে সভা করেছে।

(টিবি/এসসি/সেপ্টেম্বর,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test