E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রবিবার বাগেরহাট ও খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০১৫ সেপ্টেম্বর ০৫ ১৪:৫৫:৩৪
রবিবার বাগেরহাট ও খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বাগেরহাটের মংলা ও খুলনায় যাচ্ছেন।

প্রধানমন্ত্রী সকালে হ্যালিকপ্টার যোগে প্রধমে বাগেরহাটের মংলা নৌঘাটিতে ও দুপুরে খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর দু’টি অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফরে কোন রাজনৈতিক কর্মসূচি নেই। বাগেরহাট জেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

বিএনএস মংলা নৌঘাটি সূত্র জানায়, রবিবার সকাল ১১টায় হ্যালিকপ্টার যোগে প্রধানমন্ত্রী মংলা নৌঘাটিতে এসে পৌঁছাবেন। এরপর প্রধানমন্ত্রী সেখানে নৌবাহিনীর ৩টি নতুন যুদ্ধজাহাজ ‘বিএনএস খানজাহান আলী,’ বিএনএস সন্দ্বীপ’ ও ‘বিএনএস হাতিয়া’ এর কমিশনিং (সংযুক্তি) করবেন। বাগেরহাটের মংলা থেকে প্রধানমন্ত্রী দুপুরে নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ডে পৌঁছে সেখানে নৌবাহিনীর দু’টি র্লাজ পেট্রোল ক্রাফট যুদ্ধজাহাজের নির্মাণ কাজের উদ্ধোধন ও একটি কনেটেইনারবাহী জাহাজের উদ্ধোধন করবেন। এ দু’টি অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব উপস্থিত থাকবেন।

বাগেরহাট ও খুলনায় প্রধানমন্ত্রীর কোন রাজনৈতিক কর্মসূচি না থাকলেও প্রতিদিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে দলের নেতাকর্মীরা করছেন মিছিল-সমাবেশ। প্রধানমন্ত্রীর স্বগত জানিয়ে নির্মাণ করা হয়েছে অনেক তোরন।

(একে/এলপিবি/সেপ্টেম্বর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test