E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সমুদ্রের করাল গ্রাসে শাহপরীর দ্বীপ, চরম ঝুঁকিতে ৪০ হাজার মানুষ

২০১৫ সেপ্টেম্বর ০৮ ১৮:৫৪:৪৯
সমুদ্রের করাল গ্রাসে শাহপরীর দ্বীপ, চরম ঝুঁকিতে ৪০ হাজার মানুষ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের সর্ব দক্ষিণের সীমান্ত শাহপরীরদ্বীপ। এ দ্বীপটি এক সময় টেকনাফের মুল ভূ-খণ্ডের সাথে সংযুক্ত ছিল। কিন্তু বঙ্গোপসাগরের করাল গ্রাসের কারণে ইতিপূর্বে ৩০টির গ্রামের মধ্যে বিলীন হয়ে গেছে ১৫টি গ্রাম। বাকি ১৫টি গ্রামের ৪০ হাজার মানুষ রয়েছেন চরম ঝুঁকির মধ্যে।

৯১’র সনের প্রলয়নকরী ঘূর্ণিঝড়, ৯৪’র হ্যারিকেনের প্রভাবে সৃষ্ট সুউচ্ছ সাগরের ঢেউয়ে বিলীন যায় কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের একটি বড় অংশ। এরপর থেকে জোয়ারের পানি বাড়লেই একটু একটু ভাঙতে থাকে দেশের সর্ব দক্ষিণের এই উপকূলীয় এলাকা।

২০১২ সালে শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া চলে যায় সাগরের নিচে। ভাঙন ধরে মূল সড়কে। সাবরাং এর হারিয়াখালী থেকে শাহপরীর দ্বীপের উত্তর পাড়া পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার রাস্তা এখন পানির নিচে। যা দক্ষিণের এ জনপদের মানুষের জন্য এখন বড় দুর্ভোগের কারণ।

ভাঙনে নিজেদের ঘরবাড়ি, জায়গা-জমি হারিয়ে নিঃস্ব ২০ হাজার মানুষ। বাকি ৪০ হাজার মানুষ অনেকটা পানিবন্দি হয়ে কাটাচ্ছে দুঃসহ জীবন।

দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ নির্মাণ করা না হলে এ দ্বীপ রক্ষা করা যাবে না বলে জানালেন শাহপরীর দ্বীপের প্রবীন অধিবাসী ষাটোর্ধ্ব মোঃ করিম সিকদার।
এদিকে, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানালেন, শাহপরীর দ্বীপ রক্ষায় শিগগিরই নতুন বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

এক সময় শাহপরীর দ্বীপ দৈর্ঘ্যে ১৫ ও প্রস্থে ১০ কিলোমিটার ছিল। তবে সমুদ্রের করাল গ্রাসে বর্তমানে তা দাঁড়িয়েছে দৈর্ঘ্যে ৪ ও প্রস্থে ৩ কিলোমিটার।

(একেডি/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test