E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বিদ্যুতের খুঁটি পোতাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, খেলনা পিস্তল উদ্ধার

২০১৫ অক্টোবর ১০ ১৫:৪৫:৪৫
বিদ্যুতের খুঁটি পোতাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, খেলনা পিস্তল উদ্ধার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই-ধানাইড় (সিডি) বাজারে বিদ্যুতের খুঁটি পোতাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে।

গ্রামবাসী সুত্রে জানা গেছে, উপজেলার চাচই-ধানাইড় (সিডি) বাজারে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পল্লী বিদ্যুতের খুঁটি পোতাকে কেন্দ্র করে চাচই-ধানাইড় গ্রামের মকবুল মোল্যার সাথে একই গ্রামের হাসান কাজীর বাক-বিতন্ডা হয়। এর জের ধরে মকবুল মোল্যার নেতৃত্বে মোরশেদ, মাসুদ, আলামিন, জাহাঙ্গীর, বসির, লিমনসহ ১০/১২ জন দূর্বৃত্ত হাসান কাজী (৪৮)কে বেধড়ক মারপিট করে। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় শত শত লোকজনদের সামনে প্রতিপক্ষের সাহাবুদ্দিন মোল্যা (২৩) পিস্তল বের করে গুলি বর্ষণের চেষ্টা করে পালিয়ে যায়।

ঘটনার পর জয়পুর ইউপি আ’লীগের সভাপতি সামছু মোল্যা অভিযুক্ত সাহাবুদ্দিন মোল্যার বাড়িতে গিয়ে পিস্তলের ব্যাপারে চাপ দিলে তার পরিবারের সদস্যরা সভাপতির হাতে একটি খেলনা পিস্তল তুলে দেন।

হাসান কাজী অভিযোগ করে বলেন, অভিযুক্ত সাহাবুদ্দিন মোল্যা বিএনপি-জামায়াত রাজনীতির সাথে সংশ্লিষ্ট। বাজারের শত শত লোকজনদের সামনে সে পিস্তল বের করে গুলি বর্ষণের চেষ্টা করে। অথচ, অভিযুক্ত সাহাবুদ্দিন পুলিশকে খেলনা পিস্তল দিয়ে সত্য ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছে।

খবর পেয়ে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এস আই) নয়ন পাটোয়ারীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং খেলনা পিস্তলটি উদ্ধার করেন।

উপ-পরিদর্শক নয়ন পাটোয়ারী আরো বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরএম/এলপিবি/অক্টোবর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test