E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নওগাঁয়  মন্ডপে মন্ডপে ভক্ত-দর্শনার্থীদের ঢল

২০১৫ অক্টোবর ২১ ১৭:৩৯:৫০
নওগাঁয়  মন্ডপে মন্ডপে ভক্ত-দর্শনার্থীদের ঢল

নওগাঁ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নওগাঁর সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। উৎসবে ভক্ত-দর্শনার্থীদের ঢল নেমেছে  পুজো মন্ডপগুলোতে। ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসবের আনন্দে মেতে উঠেছে মানুষ।

বুধবার মহা-অষ্টমী পুজো অন্তে শহরের পুজো মন্ডপগুলো ভক্ত-দর্শনার্থীদের পদচারনায় মুখোরিত হয়ে ওঠে। সকালে প্রতিটি মন্ডপে অঞ্জলী দিতে ভক্তদের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যায় এই ভিড় সামলানো কষ্টসাধ্য হয়ে পড়ে পুজো কমিটি ও পুলিশ সদস্যদের।

বরাবরের মতো এবারো নানান ভাবনাকে কল্পনায় রুপদিয়ে পুজো মন্ডপ আর দেবীকে বিভিন্ন বৈচিত্রে সাজানো হয়েছে। দুষ্টের দমন আর শিষ্টের পালন করার লক্ষ্য নিয়ে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার দেবলোক থেকে মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে। দেবী বিদায় নেবেন দোলায় চেপে। মহাআষ্টমীতে সকালেই মন্ডপ গুলোয় ভক্তদের ছিলো উপচে পড়া ভিড়। পুরোহিতের মন্ত্রের ফাঁকে ফাঁকে উলুধ্বনী আর ঢাক ডোল কাঁশর ও শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠে মন্ডপ প্রাঙ্গন। বুধবার সকাল থেকেই মন্ডপে মন্ডপে ছিল ভক্তদের ভিড়।

এদিন বিভিন্ন পুজো মন্ডপে সকাল থেকেই প্রতিমা দেখতে ভিড় করে ভক্ত-দর্শনার্থীরা। চলবে মধ্যরাত পর্যন্ত। নওগাঁ শহরের কেন্দ্রীয় পুজো মন্ডপ শ্রীশ্রী বুড়া কালি মাতার পুজো মন্ডপ, আখড়াবাড়ি, পার নওগাঁ আলুপট্টি বারোয়ারি পুজো মন্ডপ, পার নওগাঁ শিব মন্দির, পিরোজপুর আনন্দময়ী কালি মন্দির, ফাইভ ষ্টার ক্লাব পুজো মন্ডপ, সেবাশ্রম সংঘসহ বিভিন্ন মন্ডপে দর্শনার্থীদের ভিড়ে যেন তিল ধারনের ঠাঁই নেই।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, জেলার ৭২০টি মন্ডপে এখন পর্যন্ত জেলা জুড়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালিত হচ্ছে। নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পুলিশ ও আনসারের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যরাও বিভিন্ন মন্ডপে টহল দিচ্ছেন।

লিফলেট বিতরণ: দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর ও নির্বিঘ্নভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন পুলিশ সুপার।

মন্ডপে চাল বিতরণ: দুর্গাপূজা উপলক্ষে ৭২০টি পূজা মন্ডপে অনুদান হিসেবে ৩৬১ মেট্রিক টন চাল বিতরণ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ড. আমিনুর রহমান জানিয়েছেন, প্রতিটি পূজামন্ডপে ৫শ’ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

(বিএম/এএস/অক্টোবর ২১, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test