E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কোটালীপাড়ায় ঘাঘর নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  

২০১৫ অক্টোবর ২৩ ১৮:৫৫:১৩
কোটালীপাড়ায় ঘাঘর নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  

গোপালগঞ্জ প্রতিনিধি : বিজয়া দশমীর আনন্দ ভাগাভাগি ও প্রানবন্ত করতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ঘাঘর নদীতে অনুষ্ঠিত এ বাইচ দেখতে নদীর দু’পাড়ে জড়ো হয় হাজার হাজার দর্শক। দূর্গা পূজা উপলক্ষে শুক্রবার বিকেলে ঘাঘর নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় এবং কোটালীপাড়া উপজেলা পরিষদ, কোটালীপাড়া পৌরসভা ও কোটালীপাড়ার ঘাঘর বাজার বনিক সমিতির উদ্যোগে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

শত বছরের ও বেশী সময় ধরে চলে আসা এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয় প্রতিবছর বিজয়া দশমীর পরের দিনে। জেলার আশ-পাশের এলাকা ছাড়াও মাদারীপুর বাগেরহাট, বরিশাল জেলা থেকে অসংখ্য দর্শক এ নৌকা বাইচ উপভোগ করতে আসেন। নৌকা বাইচে অংশ নেয় শতাধিক বাইচের নৌকা। এ প্রতিযোগিতায় প্রধান আকর্ষন ছিল মহিলাদের বাচারী নৌকা।

নৌকা বাইচে গোপালগঞ্জ, মাদারীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শতাধিক সরেঙ্গা, ছিপ, কোষা বাচারী নৌকা অংশ নেয়। নান্দনিক এ নৌকা বাইচ চলে সন্ধ্যা পর্যন্ত।
এলাকার অধিকাংশ লোকই এদিনটির জন্য অপেক্ষা করতে থাকেন। অনেকে গ্রামের বাইরে গিয়ে নানা কাজে শহরে জীবন যাপন করেন। কিন্তু, এদিন তারা কাটান একেবারেই গ্রাম্য পরিবেশে আর গ্রামীন সংস্কৃতির সঙ্গে।

কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, প্রায় দেড়শত বছর আগে যশোরের বিঘাপতির জমিদার খাজনা আদায়ের সুবিধার্থে ঘাঘর নদীতে দূর্গা পূজার পর এখানে মেলা ও নৌকা বাইচের আয়োজন করেছিলেন।সেখান থেকে প্রতিবছর দুর্গাপূজার সময় এখানে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া উপজেলার সকল ধর্মের জনগন এই নৌকা বাইচে অংশ গ্রহন করেন।

নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন এফবিসিসিআই-এর সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মুুজিবুর রহমান হাওলাদার, কোটালীপাড়া পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম হাজরা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম হুমায়ুন কবির, ্উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা,কুশলা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, কোটালীপাড়া স্বেচ্ছাসেবকলীগের নারায়ন চন্দ্র ধাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোহসিন উদ্দিন সিকদার, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন প্রমুখ।

যান্ত্রিকতার জীবন থেকে বেরিয়ে পরিবারের সবাইকে নিয়ে নৌকা বাইচ দেখতে আসা দর্শকরা একটি আনন্দময় দিন কাটিয়েছেন। এ আয়োজন দিন দিন আরো প্রানবন্ত ও উৎসবমুখর হোক এমনটি আশা করেন এ অঞ্চলের মানুষ।

(এমএইচএম/এএস/অক্টোবর ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test