E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আজ মদন হানাদার মুক্ত দিবস 

২০১৫ নভেম্বর ০৫ ১৫:০৮:৫২
আজ মদন হানাদার মুক্ত দিবস 

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা মদন থানার হানাদার মুক্ত দিবস আজ ৬ নভেম্বর।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার জানান, ১৯৭১ সালে ৬ কোম্পানীর মুক্তিযোদ্ধাগণ তিন দিক ঘিরে অবিরাম বর্ষণের মধ্য দিয়ে ছয় রাত ছয় দিন বিরতিহীনভাবে গেরিলা যু্দ্ধ অপ্রতিরুদ্ধ ব্যারিগেট সৃষ্টি করলে পাক-হানাদার বাহিনী দিশেহারা হয়ে পড়লে পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলা থেকে শতাধিক পাক-বাহিনীর একটি সশস্ত্র দল মদন এসে এখানকার পাক-বাহিনী নিয়ে ৬ নভেম্বর ভোরে মদন ত্যাগ করে কেন্দুয়া হয়ে নেত্রকোণা চলে যায়। এসময় গুলাগুলিতে আট জন পাকবাহিনীর সেনা নিহত হয় এবং রাজ্যতলা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ পিঠে গুলি বিদ্ধ হয়ে আহত হয়। পরে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি ক্যাম্প দখল করে মদনকে হানাদার মুক্ত করে উল্লাসে উড়িয়ে ছিলেন লাল সবুজের পতাকা। দিবসটি উদ্যাপন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে উপজেলা পাবলিক হল মাঠে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, র‌্যালি, আলোচনা সভা, জারী গান ও রাতে বাউল গান।


(এএমএ/এসএমএস/নভেম্বর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test