E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

৪৫০ কোটি টাকা খেলাপিঋণ আদায়ে হলমার্কের বিরুদ্ধে মামলা

২০১৪ মে ২৭ ১১:৩৫:০১
৪৫০ কোটি টাকা খেলাপিঋণ আদায়ে হলমার্কের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট : ইতিহাসের বৃহত্তম ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে আরো একটি অর্থঋণ মামলা দায়ের করেছে সোনালী ব্যাংক।

মঙ্গলবার সকাল ১১টার দিকে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যাংকটির নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম ঢাকার প্রথম অর্থঋণ আদালত মো. রবিউজ্জামানের আদালতে এ মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হোসনে আরা বেগম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনালী ব্যাংকের অন্যতম আইনজীবী জাহাঙ্গীর হোসেন জানান, হলমার্ক গ্রুপের প্রতিষ্ঠান হলমার্ক ফ্যাশনস লিমিটেড এবং এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

এটি হচ্ছে হলমার্ক গ্রুপের কাছে টাকা আদায়ের জন্য সোনালী ব্যাংকের ১৪তম মামলা। মঙ্গলবারের মামলাটি হচ্ছে হলমার্ক গ্রুপের বিরুদ্ধে করা সর্ববৃহৎ মামলা।

গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হলমার্ক ফ্যাশনস লিমিটেডের কাছে সুদসহ ৪৫০ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৫৫৯ টাকা খেলাপিঋণ আদায়ের জন্য এ মামলা দায়ের করা হয়েছে।

খেলাপিঋণের টাকা আদায়ের জন্য এর আগে সোনালী ব্যাংক হলমার্কের বিরুদ্ধে ৩৮৮ কোটি ৫ লাখ ৬৮ হাজার ৭৮৪ টাকা আদায়ের জন্য মোট ১৩টি মামলা দায়ের করেছে।

পরবর্তীতে আরো মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর।

(ওএস/এইচআর/মে ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test