E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সাতক্ষীরায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আটক ৩৩

২০১৫ নভেম্বর ২০ ১৫:২৫:৩০
সাতক্ষীরায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আটক ৩৩

সাতক্ষীরা প্রতিনিধি : যৌথবাহিনীর বিশেষ অভিযানে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ১২জন জামায়াত কর্মী সমর্থকসহ ৩৩জনকে আটক করা হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সাতক্ষীরা জেলার সাতটি উপজেলায় এ অভিযান চালানো হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপপরিদর্শক এনামুল হোসেন জানান, বৃহষ্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত যৌথ বাহিনীর হাতে আটককৃত ৩৩ জনের মধ্যে ১২ জন জামায়াত শিবির কর্মী ও সমর্থক। অন্যরা নিয়মিত মামলার আসামী।

এদের মধ্যে সদর থানায় ১০ জন, কলারোয়ায় চারজন, তালায় ও কালীগঞ্জে পাঁচজন করে, আশাশুনি ও দেবহাটায় তিনজন করে, শ্যামনগরে দু’জন ও পাটকেলঘাটা থানায় একজন রয়েছে । তাদেরকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এএস/নভেম্বর ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test