E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

চট্টগ্রামে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ গণজাগরণ মঞ্চের

২০১৫ নভেম্বর ২২ ১৪:২৩:০২
চট্টগ্রামে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ গণজাগরণ মঞ্চের

স্টাফ রিপোর্টার :বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে গণজাগরণ মঞ্চ। আজ রবিবার দুপুরে চেরাগি পাহাড় মোড় থেকে শহীদ মিনার অভিমুখে আনন্দ মিছিল বের করেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা।

শরীফ চৌহান এক প্রতিক্রিয়ায় জানান, দুই শীর্ষ রাজাকারের ফাঁসি হয়েছে, এর মধ্যে একজন শুধু বুদ্ধিজীবী হত্যার দায়ে দণ্ডিত হয়েছে। এটি আগামী দিনে সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হবে এ ব্যাপারে আশ্বস্ত করছে আমাদের। একই সঙ্গে দল হিসেবে জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবি আমাদের।

মিছিলটি মোমিন রোড, আন্দরকিল্লা, সিনেমা প্যালেসসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার পৌঁছায়। সেখানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। মিছিলে অংশ নেন সাকা চৌধুরীর মামলার সাক্ষী কাজী নুরুল আবসার, মুক্তিযোদ্ধা তপন দস্তিদার, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, সদস্যসচিব ডা. চন্দন দাশ, সংগঠক সুনীল ধর, রাশেদ হাসান, প্রীতম দাশ, রুবেল দাশ প্রিন্স, ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল বৈষ্ণব প্রমুখ।

(ওএস/এসসি/নবেম্বর২২,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test