E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

স্বামী পছন্দ না হওয়ায় নববধুর আত্মহত্যা

২০১৫ ডিসেম্বর ১১ ১৮:২২:৪১
স্বামী পছন্দ না হওয়ায় নববধুর আত্মহত্যা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : অভিভাবকদের পছন্দের পাত্রের সাথে বিয়ে দেওয়ায় স্বামীর ঘরে যাবার আগেই অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করছে নববধু শারমিন খাতুন (১৮)।  ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পাবনার চাটমোহর উপজেলার চর ছাইকোলা গ্রামে। শারমিন ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে।

পুলিশ স্থানীয়রা জানান, মাত্র ২২ দিন আগে শারমিনের বিয়ে হয় উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের খবির হোসেনের ছেলে আব্দুল খালেকের সাথে। বিয়ে সম্পন্ন হলেও শ্বশুড় বাড়ি থেকে উঠিয়ে নেওয়া হয়নি। বাবার বাড়িতেই ছিলো শারমিন। কিন্তু অভিভাবকদের পছন্দে বিয়ে দেওয়ায় শারমিনের স্বামী পছন্দ না হওয়ায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে পারিবারিক কলহ শুরু হয়। এতে অভিমানে বাবার বাড়ির রান্না ঘরের ডাবের (আঁড়ার) সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

মেয়ের অমতে বিয়ে দেওয়ায় স্বামীর ঘরে যাবার আগেই মেয়ের আত্মহত্যা ঘটনায় মুছড়ে পড়েছে তার বাবা-মা। এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।

(এসএইচএম/এইচআর/ডিসেম্বর ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test