E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন

২০১৫ ডিসেম্বর ১৪ ১৮:২৯:৪৩
দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : দুর্গাপুর উপজেলা পরিষদ আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে সোমবার।

দুপুর ১২টায় বিরিশিরি বধ্যভূমিতে বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, সুশীল সমাজ ও সকল পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও এক শোক র‌্যালী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বধ্যভূমি প্রাঙ্গনে উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমিন চুন্নু, পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, বীরমুক্তিযোদ্ধা সাইদর রহমার দুদু আকঞ্জি, প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ্ হক, ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক স্বপন হাজং, আওয়ামী লীগ নেতা মোঃ আলী আজগর,শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য মোঃ নূরুল ইসলাম ইসলাম, ধনেশ পত্রনবীশ প্রমুখ।

উল্লেখ্য যে, ২০০৮ সালে মুক্তিযোদ্ধা সাইদুর রহমান আকজ্ঞি (দুদু মিয়া) বধ্যভুমির জন্য ৩ শতক ভূমি দান করেন।

(এনএস/এএস/ডিসেম্বর ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test