E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

পাবনায় প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত

২০১৫ ডিসেম্বর ২০ ১৭:৫৩:৩১
পাবনায় প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামে জমিতে ক্যানেল কাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক মির্জা মকবুল হোসেন ওরফে দুলাল মাস্টার (৫২)  নিহত হয়েছেন। রবিবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মির্জা মকবুল হোসেন ওরফে দুলাল মাস্টার উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের মৃত মির্জা আমজাদ হোসেনের ছেলে। তিনি পয়দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন। এছাড়া বিএনপির সাবেক নেতা ছিলেন।

এ ঘটনায় আহতরা হয়েছেন-একই গ্রামের জদু সরদারের ছেলে সাবেক ইউপি সদস্য আরজান সরদার (৬০) ও এসকেন শেখের ছেলে আহাম্মদ আলী (৩০)। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্র ও আহতরা জানান, ঘটনার সময় নিজের জমিতে ক্যানেল কাটছিলেন দুলাল মাস্টার। এ সময় পূর্ব শত্রুতা ও পূর্বের একটি মারপিটের ঘটনার জেরে প্রতিপক্ষের লোকজন তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে মারপিটে আহত হন আরও দু’জন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলাল মাস্টারকে মৃত ঘোষণা করেন। আহত দু’জনকে হাসপাতাল ভর্তি করা হয়।

এ বিষয়ে সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। জমি নিয়ে পূর্ববিরোধ ও পূর্বের একটি মারপিটের ঘটনার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। কাদের সাথে বিরোধ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

(এসএইচএম/এইচআর/ডিসেম্বর ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test