E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরায়  বিনা চিকিৎসায় মারা গেলেন মুক্তিযোদ্ধা বিশ্বনাথ ঘোষ

২০১৬ জানুয়ারি ০১ ১৯:৫৮:১৩
সাতক্ষীরায়  বিনা চিকিৎসায় মারা গেলেন মুক্তিযোদ্ধা বিশ্বনাথ ঘোষ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: স্বাধীনতা পরবর্তী কেটে গেছে ৪৩টি বছর। মুক্তিযোদ্ধা হয়েও সরকারি ভাতা পাননি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা গ্রামের বিশ্বনাখ ঘোষ। ডায়াবেটিকস জনিত কারণে বাম পা কেটে বাদ দিতে হয় তার। শেষ জীবনে আশা করেছিলেন মুক্তিযোদ্ধার ভাতা দিয়ে জীবনের শেষ সময় পর্যন্ত ঔষধ কিনবেন। তার আর হলো না। অবশেষে বৃহষ্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়িতে হৃদযন্ত্র বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বাবার নাম যথীন্দ্রনাথ ঘোষ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। স্ত্রী, দু’ ছেলে ও দু’ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহীকে রেখে গেছেন তিনি। মুক্তিযোদ্ধা হয়েও রাষ্ট্রীয় স্বীকৃতি না মেলায় শুক্রবার দুপুরে ঝাউডাঙা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় ঝাউডাঙা বাজার ব্যবসায়ি সমিতি, ঝাউডাঙা মহাশ্মশনানে শ্মশান সংস্কার কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।





(আরএনকে/এস/জানুয়ারি০১,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test