E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মাদারীপুরে শিক্ষকদের বিক্ষোভ

২০১৬ জানুয়ারি ১৮ ১৮:০৯:৩১
মাদারীপুরে শিক্ষকদের বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি : অষ্টম জাতীয় বেতন স্কেলে অন্তর্ভূক্ত করার দাবিতে মাদারীপুরে বে-সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকরা বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছেন। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে শিক্ষক সমাবেশ করেছেন শিক্ষক কর্মচারীরা।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার শিবচর নন্দকুমার ইনষ্টিটিউশন থেকে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে সমাবেশ করেন শিক্ষকরা।

এ সময় শিক্ষক প্রতিনিধিরা শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর দাবী আদায়ের লক্ষে স্বারকলিপি প্রদান করেন।

শিক্ষক প্রতিনিধিরা বলেন, আমাদের দাবি আদায়ের আন্দোলনের কারণে কোমলমতি শিক্ষার্থীদের পড়া-লেখায় যে ক্ষতি হবে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে তা পুষিয়ে নেওয়া হবে।

এ সময় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি আব্দুল ওহাব মিয়া, সাধারণ সম্পাদক এ কে মাসুদুর রহমান খান, যুগ্মসাধারণ সম্পাদক এ কে এম নাসিরুল হক, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রাহা, পাঁচ্চর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল হক প্রমুখ।

সমাবেশে বক্তারা শিক্ষকদের দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন। শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীরাও একাতত্মা ঘোষণা করেন।

এছাড়াও একই দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি কালকিনি উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও ইউএনও’র কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে।

সকালে উপজেলার থানার মোড় থেকে মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধানমন্ত্রীর উদ্দেশে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বি.এম হেমায়েত হোসেন, সহ-সাধারণ সম্পাদক বশির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাইমুম হাসান হায়দারসহ প্রমুখ বক্তব্য রাখেন।

(এএসএ/এএস/জানুয়ারি ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test