E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

শেরপুরে চাতাল মালিকদের সাথে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা

২০১৬ জানুয়ারি ১৮ ১৯:১৯:০৫
শেরপুরে চাতাল মালিকদের সাথে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা

শেরপুর প্রতিনিধি : ব্যাংক ঋণের সুদের হার ‘সিঙ্গেল ডিজিটে’ (একক সংখ্যায়) নামিয়ে আনার দাবি শেরপুরের চাতাল মালিকদের। ১৮ জানুয়ারি সোমবার বিকেলে শহরের নিউমার্কেট আলিশান মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের সাথে শেরপুরের চাতাল মালিকদের এক ত্রিপক্ষীয় মতবিনিময় সভায় এমন দাবি তুলে ধরা হয়।

চাতাল মালিকরা তাদের বক্তব্যে বলেন, শেরপুরের অর্থনীতির প্রধান চালিকাশক্তি ধান-চালের ব্যবসা হলেও নানা কারণে মন্দার কবলে পড়ে লোকসানেরমুখে পড়ে পুঁজি হারাচ্ছেন ধান-চাল ব্যবসায়ীরা। অন্যদিকে ব্যাংক ঋণের উচ্চ সুদের ঘানি টানতে গিয়ে ব্যবসায়ীরা ঋণখেলাপির শিকার হচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ব্যাংক ঋণের সুদের হার দ্রুত কমিয়ে আনার সাথে সাথে বিশ্বস্ত ব্যবসায়ীদেরকে লস কাটিয়ে উঠতে ঋণের পরিমাণ বাড়ানোরও দাবি জানান চাতাল মালকরা।

জনতা ব্যাংক লি. আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ময়মনসিংহ মো. আব্দুল আলী বলেন, ব্যাংক ঋণের সুদের হার কমানোর বিষয়টি বাংলাদেশ ব্যাংক ভাবছে। আশা করা যায়, খুব শীঘ্রই এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে। অভ্যন্তরীণ কর্মসংস্থান সৃষ্টির জন্য কৃষি ও এসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করার কথাও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জনতা ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. মাসফিউল বারী ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক দিপন কুমার ঘোষ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জনতা ব্যাংক জামালপুর এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শেরপুর কর্পোরেট শাখার ব্যবস্থাপক ফাস্ট এজিএম মো. আসাদুজ্জামান।

অন্যানের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা চাতাল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম সেলিম, চাতাল মালিক গোপাল সাহা, গোলাম কুদ্দুস, গোলাম মুরতুজ আলী, গ্রাহক ফখরুল মজিদ খোকন, ব্যাংক কর্মকর্তা আব্দুর রশিদ তাপস, এসএম হেলাল জাহান সেলিম প্রমুখ। অনুষ্ঠানে জেলার অর্ধ-শতাধিক চাতাল মালিক অংশগ্রহণ করেন।


(এইচবি/এস/জানুয়ারি ১৮,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test