E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ঝিনাইদহে শিক্ষকদের মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

২০১৬ জানুয়ারি ১৮ ১৯:৫০:২০
ঝিনাইদহে শিক্ষকদের মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি :৮ম জাতীয় বেতনস্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা শিক্ষক সমিতি। আজ সোমবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তৃতা করেন, ঝিনাইদহ জেলা শিক্ষক সমিতির সভাপিত মহিউদ্দিন, শিক্ষক নেতা আব্দুল মোমিন, আলী কদর, আলমগীর হোসেন, রেজাউল ইসলাম, সালেহা বেগম, ফরিদা বেগম, কৃপা সিন্দু বিশ্বাস প্রমুখ।

বক্তারা, এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের পুর্বের ন্যায় শর্তহীনভাবে ৮ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন, শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ, টাইম স্কেল পূর্ণবহাল, স্কেলের ৫০% বাড়ী ভাড়া, মেডিকেল ও ইনক্রিমেন্ট প্রদান, ২০১০ প্রণীত শিক্ষা নীতি দ্রুত বাস্তবায়ন, সংশোধিত জনবল কাঠামো বাস্তবায়ন, ১ বছরের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদাণ, নন-এমপিও ভুক্ত প্রতিষ্ঠান সমূহ দ্রুত এমপিওভুক্ত করণ এবং চাকুরীর বয়স ৬৫ বছরের উন্নীত করণের দাবী জানান। দাবী বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদাণ করেন শিক্ষকরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। এ কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন বেসরকারি, স্কুল, কলেজ, মাদ্রাসার ৪ শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।



(জেআরটি/এস/জানুয়ারি ১৮,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test