E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

জকিগঞ্জে সিএনজির ধাক্কায় স্কুল ছাত্রী নিহত, ড্রাইভার আটক

২০১৬ জানুয়ারি ১৮ ২১:০৪:০৯
জকিগঞ্জে সিএনজির ধাক্কায় স্কুল ছাত্রী নিহত, ড্রাইভার আটক

জকিগঞ্জ প্রতিনিধি :জকিগঞ্জে দ্রুতগতির সিএনজির ধাক্কায় বাল্লাহ্ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী মাজেদা আক্তার অপি (৯) নামের এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় কসকনকপুর ইউনিয়নের মৃত ফয়জুর রহমানের পুত্র ঘাতক সিএনজি চালক আব্দুল বাছিত (৫০) কে আসামী করে অপির বাবা আব্দুল বাছিত বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ সিএনজি গাড়ী ও ড্রাইভার আটক করেছে। ড্রাইভারের গাড়ী চালানোর বৈধ কোন কাগজ পত্র নেই বলে জানাগেছে।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, বেলা দেড়টায় বিদ্যালয় ছুটির পর স্কুল ছাত্রী অপি বাড়ী যাওয়ার পথে দ্রুত গতির বেপরোয়ার সিএনজি চালিত ফোরষ্ট্রোক গাড়ী পিছন থেকে ধাক্কা দিলে অপি গুরুত্বর আহত হয়। তাৎক্ষনিক স্কুলের শিক্ষিকা হাজেরা বেগম মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়া আসলে কর্তব্যরত চিকিৎসক কোমলমতি শিক্ষার্থী মাজেদা আক্তার অপিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাতক ঘাড়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে জকিগঞ্জ লাল সবুজ ছাত্র ফোরাম’সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

(এসকেপি/এস/জানুয়ারি ১৮,২০১৬)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test