E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নন্দীগ্রামে কুখ্যাত ডাকাতসহ গ্রেফতার ৮

২০১৬ জানুয়ারি ১৯ ১৪:৪৩:২৬
নন্দীগ্রামে কুখ্যাত ডাকাতসহ গ্রেফতার ৮

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত তিন সদস্যসহ ৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা গেছে, উপজেলার বুড়ইল ইউনিয়নের আইলপুনিয়া গ্রাম থেকে গত সোমবার ভোরে ৩টি অটোভ্যান চুরি করে পালানোর সময় শেরপুর উপজেলার দুবলাগাড়ী এলাকায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে স্থানীয় জনতা চুরিকৃত ভ্যানসহ হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। এ খবর পেয়ে শেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তিন ডাকাতকে উদ্ধার করে নন্দীগ্রাম থানা পুলিশের নিকট সোপর্দ করে।

আটককৃতরা- উপজেলার বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামের আনসার আলীর ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শাহ আলম (২৮), একই গ্রামের গমীর উদ্দিনের ছেলে কুখ্যাত ডাকাত মাহফুজার রহমান মাফু (৫৫), ডাকাত দলের সর্দার হেলাল অরফে হেলাঞ্চি (৪০)।

থানার এসআই আবু শাহিন কাদির জানান, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য। এদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। এদিকে, ওই রাতেই থানার এসআই আব্দুল বারী হোসাইনী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভাটরা ইউনিয়নের টাকুরাই মাঠে অগভীর নলকূপ ঘরে (সেচপাম্পে) অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ৫ জন আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা- টাকুরাই গ্রামের আলহাজ্ব আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর তারেক (৪২), একইগ্রামের খোরশেদ আলমের ছেলে হাফিজার (৩৬), মৃত আব্দুল কাদেরের ছেলে ফারুক (২৬), মৃত বাহার উদ্দিনের ছেলে আবু হাই (৪০) ও মৃত মোশারফ হোসেনের ছেলে শহিদুল (৩৮)। এপ্রসঙ্গে থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হেলাঞ্চিসহ ৩ডাকাত ও নিয়মিত মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

(এমএনআই/এইচআর/জানুয়ারি ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test