E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নলডাঙ্গায় বিএনপি’র অর্ধশতাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

২০১৬ জানুয়ারি ২৩ ১৭:০১:১৪
নলডাঙ্গায় বিএনপি’র অর্ধশতাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় বিএনপি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছে। শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপি থেকে আগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নব নির্বাচিত পৌর মেয়র শফির উদ্দিন মন্ডল ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এসএম ফিরোজ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমির আলী, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুসফিকুর রহমান মুকু, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন প্রামানিক, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুর ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা এসএম আব্দুল কুদ্দুস, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় সদ্যযোগদানকৃত আওয়ামীলীগ কর্মী ইয়াকুব আলী শেখ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের প্রতি অনুপ্রাণীত হয়ে নব নির্বাচিত মেয়র শফির উদ্দিনের আহবানে প্রায় অর্ধশতাধিক কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি আওয়ামীলীগে যোগদান করেছেন। আগামীতে দলের সকল কাজে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন।

(এমআর/এস/জানুয়ারি২৩,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test