E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

'শিক্ষার প্রসারে সরকার একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছে'

২০১৬ জানুয়ারি ২৩ ১৭:০৮:২৪
'শিক্ষার প্রসারে সরকার একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছে'

কুমিল্লা উত্তর প্রতিনিধি : প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এম.পি বলেছেন, শিক্ষিত জনগোষ্ঠি ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। তাই প্রাতিষ্ঠানিক ও কারিগরি শিক্ষার প্রসারে সরকার একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছে। এই সফলতা ইতিমধ্যে দেশকে মধ্য আয়ের দেশে রুপান্তরিত করেছে।

তিনি বলেন শিক্ষার মান উন্নয়ন ছাড়া প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব নয়। এ দায়িত্ব শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বপরী সরকারেরও। তিনি আজ শনিবার দাউদকান্দি উপজেলার জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান সহ সকল কার্যক্রম ও বার্ষিব ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রহিমা আক্তারের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, প্রফেস পরিমল কান্তি পাল, প্রফেসর সামছুদ্দিন আহমেদ,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ প্রমূখ।


(ওএফএম/এস/জানুয়ারি২৩,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test