E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দুর্গাপুরে প্রয়াত দুই বিশিষ্ট গুণীজনের স্মারক গ্রন্থের পাঠ উন্মোচন

২০১৬ মার্চ ০৫ ১৪:৩৭:০৩
দুর্গাপুরে প্রয়াত দুই বিশিষ্ট গুণীজনের স্মারক গ্রন্থের পাঠ উন্মোচন

দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি :জেলার দুর্গাপুরে প্রয়াত দুই শিক্ষাব্রতী , ও চিকিৎসাব্রতী‘র স্মারক গ্রন্থের পাঠ উন্মোচন করা হয় জলসিঁড়ি সংগঠনের এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায়।

স্মারক গ্রন্থের সম্পাদক দীপক সরকার এর সঞ্চালনায় কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরীতে প্রয়াত দেবেন্দ্র সান্যাল দুখু‘র স্বজন ,শিক্ষাবিদ স্বপন সান্যালের সভাপতিত্বে পাঠ উন্মোচন করেন ৩ ক্ষুদে শিক্ষার্থী আনজুম রুশবা ভূমিকা , তাসনিয়া তাবাসুম প্রথমা, ঈষা সাহা অন্বেষা।

সভায় সাম্যবাদী তাত্ত্বিক, শিক্ষক দেবেন্দ্র সান্যাল দুখু ও গণমানুষের চিকিৎসক অমর নাথ বিশ্বাসের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অধ্যক্ষ (ভার.) দেলোয়ারা বেগম,অফিসার ইনচার্জ খান হুমায়ুন কবির, এড. আব্দুল গনি, আব্দুল্লাহ্ হক, মোহন মিয়া, অজয় সাহা ,শিক্ষক দ্বীজেন্দ্র ঘোষ, মতিলাল হাজং, সুকান্ত রায় ভানু, অজিত সরকার, স্বপন হাজং, লোকান্ত শাওন, আদিত্য কৃষাণ, চন্দন প্রসাদ কানু, কবি আবুল বাশার , ধনেশ পত্রনবীশ, নির্মলেন্দু সরকার বাবুল, নিতাই সাহা, এস এম রফিকুল ইসলাম, জামাল তালুকদার প্রমুখ।

উল্লেখ্য যে, ২৭ ফেব্রুয়ারি একুশের বই মেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণ নজরুল মঞ্চে স্মারক গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন পিএসসি‘র চেয়ারম্যান একরাম আহমেদ, ডাকসুর সাবেক ভিপি অধ্যাপিকা মাহফুজা খানম, কবি আসলাম সানী, আবৃতিকার ড. শাহদাৎ হোসেন নিপু,কবি সুজন হাজং।


(এনএস/এস/ফেব্রুয়ারি০৫,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test