E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দূর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

২০১৬ মার্চ ০৮ ১৭:০৩:৪৮
দূর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দূর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দূর্গাপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে কারিতাস, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ইউবিআর, ফুড সিকিউরিটি, স্কোপ প্রকল্প, ওয়াই ডাব্লিও সি এ, সারা, পারি, ওয়াই এম সি এ, ব্র্যাক ও হ্যাবিটেড ফর হিউমেনিটি এর সহায়তায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস-১৬ উদযাপন করা হয় মঙ্গলবার।

সকাল ১১টায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এক মানববন্ধন ও বর্নাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে ‘‘অধিকার, মর্যাদায়-নারী-পুরুষ সমানে সমান” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) মোহাম্মদ মোকলেছুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, প্রেসক্লাব সভাপতি মোহন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদা ইয়াসমীন নীলা, ওয়াইডব্লিওসিএ সাধারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, নারী উন্নয়ন ফোরাম এর সহ সভাপতি কাউন্সিলর বানী তালুকদার, এনজিও সমন্বয় পরিষদ এর সভাপতি পঙ্কজ মারাক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সৈয়দ নজরুল ইসলাম, ডিএসকের প্রকল্প ব্যাবস্থাপক আঃ রব পাটোয়ারী, উপজেলা সুজন এর সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

(এনএস/এএস/মার্চ ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test