E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাথরঘাটায় মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সংবাদ সম্মেলন

২০১৬ মার্চ ০৯ ১৭:১৫:৩২
পাথরঘাটায় মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সংবাদ সম্মেলন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলায় আওয়ামী লাগের মনোনয়ন বঞ্চিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলন করে তাকে ভয়ভীতি ও কেন্দ্র দখলের হুমকীর অভিযোগ দিলেন সাংবাদিকদের। পাথরঘাটা প্রেসক্লাবে বুধবার অনুষ্ঠিত সম্মেলনে নিজেকে তৃণমূল সমর্থিত প্রার্থী পরিচয় দিয়ে সাত দিন আগে এলাকায় পুলিশ মোতায়ের দাবি করেন। ওই ইউনিয়নে ২২মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলার রায়হানপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থী মো. মইনুল ইসলাম বুধবার বেলা ১১ টায় পাথরঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের নিকট উপস্থিত হয়ে জানান, তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তৃণমূলের দুই দফা সর্বোচ্চ ভোটে প্রথম বারে ৬ ভোটের ৫ ভোট ও দ্বিতীয় দফায় ৫৮ ভোটের ৩১ ভোট পেয়ে মনোনিত হয়। তার সমর্থনে জেলা কমিটি কেন্দ্রে পত্র পাঠায়। কিন্তু শেষ অবধি তাকে অদৃশ্য হাতের ছোয়ায় অন্যয় ভাবে বঞ্চিত করা হয়। দলীয় নেতা কর্মীদের চাপে তাঁেদর চোখের পানি বন্ধ করেতে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান গ্রামে তিনি কোন পোষ্টার লাগাতে পারছেন না। কর্মী সমর্থকদের মার ধর করা হচ্ছে। কেউ ভোট না দিলেও প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী জয় লাভ করবে মর্মে প্রচার করা হচ্ছে । গ্রামে অরাজকতার সৃষ্টি করছে।

তিনি নৌকা মার্কার প্রতীকের প্রার্থীর প্রতি ইঙ্গিত করে বলেন , সে ও তার পরিবার অমুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার বিরোধী পরিবারের সন্তান। বিএনপি প্রার্থীকে আওয়ামী লীগ প্রার্থীকে তিনি প্রতিপক্ষ মনে করছেনা। আওয়ামী লীগের প্রার্থীর ভোটারের ভোট না থাকলেও দলের জোর দেখাচ্ছে। সরকারি কর্মচারিদের তিনি ব্যবহার করছেন। মো. মইনুল ইসলাম জানান তার বাবা ও দাদা সহ পরিবারের সবাই মুক্তিযোদ্ধা। নিজে দলের জন্য যে ত্যাগ করেছেন তার প্রমান প্রতিটি ভোটার। মো.মইনুল ইসলাম জানান সাত দিন আগে এলাকায় পুলিশ মোতায়েন করে ভোটারের নিরাপত্তা বিধান করতে হবে। নতুবা কোন এজেন্ট যাতে আমরা নিয়োগ দিতে না পারি সে যড়যন্ত্র করছেন প্রতিপক্ষ।

সংবাদ সম্মেলনে এলাকার জনগন ছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও রায়হানপুর ২নং ওয়র্ডের আ.লীগের সদস্য,মো. ফজলুর রহমান,ইউনিয়ন আ.লীগের ২৭ বছর সম্মাদকের দায়িত্বপালনকারি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম,মৃুক্তযোদ্ধা ও ইউনিয়ন আ‘লীগের সিনিয়র সহসভাপতি মো. আমির হোসেন ও মুক্তিযোদ্ধা এনামুল কবীর বক্তব্য রাখেন।

(এমএসআই/এএস/মার্চ ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test