E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

খানসামায় অগ্নিকাণ্ডে ৭৫ বাড়ি পুড়ে ছাই

২০১৬ মার্চ ১৩ ০৯:৫৯:৪০
খানসামায় অগ্নিকাণ্ডে ৭৫ বাড়ি পুড়ে ছাই

দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুর খানসামা উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের সরকার পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় নীলফামারী জেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বলেন, একটি বাড়ির কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অতি দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো. সাজেবুর রহমান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


(ওএস/এস/মার্চ১৩,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test