E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আমেনা বেগমের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

২০১৬ মার্চ ২৪ ১৫:৫৪:১৪
আমেনা বেগমের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সহধর্মিনী এবং বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি’র মা আমেনা বেগমের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার মরহুমার রুহের মাগফেরাত কামনায় তার নিজ বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরালের বাসভবনে দিনব্যাপী কোরান খতম, মিলাদ-দোয়া ও খাবার পরিবেশন করা হয়েছে।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন বরিশাল এবাদুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মো. নুরুল রহমান বেগ। মিলাদে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম, মোর্তুজা খান, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান খালিদ হোসেন স্বপন, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, বানারীপাড়া উপজেলা আ’লীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

(টিবি/এএস/মার্চ ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test