E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মাগুরায় জাসদের পতাকা মিছিল

২০১৬ মার্চ ২৪ ১৬:২৬:২৮
মাগুরায় জাসদের পতাকা মিছিল

মাগুরা প্রতিনিধি : জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাগুরায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আজ বৃহস্পতিবার ২৪মার্চ দুপুরে পতাকা মিছিল ও পথসভা করেছে।

বেলা ১২টার দিকে শহরের নতুন বাজার থেকে পতাকা মিছিল শুরু করে শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় মিছিল থেকে বাংলাদেশের জাতীয় পতাকা ও জাসদের দলীয় পতাকা প্রদর্শণ করা হয়। পরে চৌরঙ্গীর মোড়ে অনুষ্ঠিত সভা থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাসদ কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান বক্তারা ।

প্রবীণ জাসদ নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদ সাধারণ সম্পাদক সমির চক্রবর্তি, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা বিমল বিশ্বাস, মুক্তিযোদ্ধা দুলাল জোয়ারদার, শালিখা উপজেলা জাসদ সভাপতি আতিয়ার রহমান, যুব জোট সভাপতি শফিকুল ইসলাম গোর্কি, আঠারখাদা ইউপি প্রার্থি সুফিয়া বেগম, রিতু সরকার, দেলোয়ার হোসেনসহ অন্যরা।

এ সময় সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ দমনে জাসদের হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা।

(ডিসি/এএস/মার্চ ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test