E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শেরপুর সরকারি কলেজে ‘ফ্রি ওয়াইফাই’ জোন

২০১৬ মার্চ ২৯ ১৬:৫৪:৫৩
শেরপুর সরকারি কলেজে ‘ফ্রি ওয়াইফাই’ জোন

শেরপুর প্রতিনিধি : ‘এক পৃথিবী, এক মানুষে, হাতের মুঠোয় বিশ্ব পুরে, এগিয়ে যাও আগামীর পথে।’ এই শ্লোগানে শেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসকে ফ্রি Wi-Fi (ওয়াইফাই) জোনের আওতায় আনা হয়েছে। ২৯ মার্চ মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ ওয়াইফাই জোন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হুইপ মো. আতিউর রহমান আতিক। এতে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার ও মেইল আদান-প্রদান করতে পারবে।

এদিন হুইপ আতিক একইসাথে কলেজের শিক্ষকদের ‘মাল্টিমিডিয়া ইন-হাউস প্রশিক্ষণ’ কার্যক্রম উদ্বোধন এবং ১০০ শয্যা বিশিষ্ট ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.এ.কে.এম.রিয়াজুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপাধ্যক্ষ প্রফেসর মো. ছারওয়ার জাহান, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আছাদুজ্জামান, আব্দুর রশীদ, আবদুর রউফ, এ.কে.এম জাকারিয়া হোসেন, উত্তম কুমার নন্দী, শিব শংকর কারুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে হুইপ আতিক হাজার হাজার ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে সরকারের নানা সাফল্য তুলে ধরেন বলেন, শেখ হাসিনার সরকার সারা বাংলাদেশকে ডিজিটাল প্রযুক্তির সম্ভাবনার দুয়ারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার জন্য সরকার ২০২১ সালকে লক্ষ্য নির্ধারণ করেছে। এই ওয়াইফাই জোন ব্যবহার করে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিতে আরও দক্ষ হয়ে ওঠবে এবং নিজেদেরকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হওয়ার সক্ষমতা অর্জন করবে।

(এইচবি/এএস/মার্চ ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test