E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বাগেরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

২০১৬ এপ্রিল ০৩ ১৮:১২:২৩
বাগেরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের ফকিরহাটে ৭ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার দুপুরে ফকিরহাট উপজেলা সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচী পালিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে শিশু নির্যাতনকারী বিপ্লবকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে কঠোর কর্মসূচী গ্রহন করতে বাধ্য হবো। দেশব্যাপী যে শিশু নির্যাতনের ঘটনা ঘটছে একই ভাবে ফকিরহাটে শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পূর্বক বিচারের দাবি জানাই।

গত ২৮ মার্চ রাতে টিভি দেখতে প্রতিবেশীর যাওয়ার পথে উপজেলার রাজপাট গ্রামের মোজাম হাজরার ছেলে বিপ্লব হাজরা ২য় শ্রেণির এক শিক্ষার্থীকে ধরে গিয়ে হাত মুখ বেধে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে তার উপর শারীরিক নির্যাতন চালায়। এঘটনায় মামলা হলেও পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। শিশুটির পরিবারের অভিযোগ, আসামীপক্ষ মামলা তুলে নেওয়ার হুমকি অব্যাহত রেখেছে।

(এসএকে/এস/এপ্রিল০৩,২০১৬)

পাঠকের মতামত:

১৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test