E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

তনুসহ সব ধর্ষণ-হত্যাকাণ্ডের বিচার দাবিতে শেরপুরে  মানববন্ধন

২০১৬ এপ্রিল ০৪ ১৫:৪৩:২২
তনুসহ সব ধর্ষণ-হত্যাকাণ্ডের বিচার দাবিতে শেরপুরে  মানববন্ধন

শেরপুর প্রতিনিধি :কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু সহ সারাদেশে নারী, শিশু-আদিবাসী নির্যাতন, ধর্ষণ, ত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে ৪ এপ্রিল সোমবার শেরপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে বেলা ১১ টায় শহরের নিউমার্কেট মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা প্রকাশ করে সম্মিলিত সামাজিক আন্দোলন, আমরা শেরপুবাসী, আর্তনাদ, উদীচী, বাংলাদেশ মানবাধিকার কমিশন, উজ্জয়িনী নারী সংগঠন, আলোর মিছিল, আসল কাজ, আদর্শ বিদ্যাপীঠ, গোল্ডেন টাচ, শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাব, জেলা রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, বাংলার মুখসহ বিভিন্ন সামাজিক-সংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ।

অন্যান্যের মাঝে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, জনউদ্যোগ সদস্যসচিব সাংবাদিক হাকিম বাবুল, উজ্জয়িনী সম্পাদিকা আঞ্জুমুন আলম লিপি, শাড়ি জেলা সমন্বয়কারী সোলায়মান আহমেদ, ক্যাপ নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ, প্রভাষক তরুণ চক্রবর্তী, মানবাধিকার কর্মী শামীম হোসেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শওকত হোসেন, নিহত শিশু রাহাতের বাবা শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধন থেকে শেরপুরে শিশু রাহাত হত্যার বিচারে তিন ঘাতকের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করে অবিলম্বে বিচারের রায় দ্রুত কার্যকরের দাবীও জানানো হয়।

(এইচবি/এস/এপ্রিল০৪,২০১৬)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test