E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শেরপুরে শিশু অধিকার সুরক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে

২০১৬ এপ্রিল ০৪ ১৬:১৩:০৩
শেরপুরে শিশু অধিকার সুরক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে

শেরপুর প্রতিনিধি : শেরপুরে শিশু অধিকার সুরক্ষার দাবীতে সংবাদ সম্মেলন করেছে শিশু অধিকার ভিত্তিক শিশুদের সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)। এ সংবাদ সম্মেলন থেকে জেলায় অবিলম্বে শিশু একাডেমী ভবন নির্মাণ, শিশুদের জন্য একটি পূর্ণাঙ্গ শিশু পার্ক তৈরি, কিন্ডার গার্ডেন স্কুলগুলোতে শিশুদের বেত্রাঘাত বন্ধসহ নানা দাবি তুলে ধরা হয়।

শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ৪ এপ্রিল সোমবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিটিএফ শেরপুর জেলা শাখার সভাপতি দুর্জয় সরকার তীর্থ। এসময় এনসিটিএফ সধারণ সম্পাদক অরিত্র চন্দ ঝলক, সহ-সভাপতি তনুশ্রী সরকার, সাংগঠনিক সম্পাদক আজওয়ার সাকিব পুর্ণ, চাইল্ড পার্লামেন্ট সদস্য মাহমুদুল হাসান, শিশু সাংবাদিক রজত সাহা অন্তু তার পাশে ছিলেন।

লিখিত বক্তব্যে জেলায় এনসিটিএফের নানা কার্যক্রমের পাশপাশি ধরে শিশু নির্যাতন, শিশু শ্রমসহ শিশুদের নানা প্রতিবন্ধকতা ও সমস্যার চিত্র তুলে ধরা হয় এবং এসব সমস্যার সমাধানে উপস্থিত সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করা হয়।

জেলায় বাল্যবিয়ের হার উদ্বেগজনক বলে উল্লেখ করে এনসিটিএফ শিশুরা তা বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইনের কঠোর প্রয়োগের দাবী জানায়। প্রত্যেক স্কুলে মিশুদের জন্য খেলার মাঠ তৈরি, কিন্ডার গার্টেন স্কুলের কার্যক্রমকে সরকারের মনিটরিংয়ের আওতায় আনা, ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ বন্ধ করার দাবিও জানানো হয়। জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা ও বেড সংখ্যা বাড়ানো এবং শেরপুরকে শিশু বান্ধব জেলা ঘটনের জন্য আরো উদ্যোগ নিতে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

এসময় সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ বেতার নগর প্রতিনিধি মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, সাংবাদিক কল্যাণ সমিতি’র সভাপতি রফিক মজিদ, সাংবাদিক হাকিম বাবুল, বিটিভি প্রতিনিধি, দেবাশিষ ভট্টাচার্য প্রমুখ বক্তব্য রাখেন।

(এইচবি/এএস/এপ্রিল ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test