E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

২০১৬ এপ্রিল ১৯ ১০:৪২:০৪
গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশু-নারীসহ অন্ততঃ ৩০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৬ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ঘোনাপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।

মারাত্মক আহত মোজাম্মেল (৩০), আমজাদ (৩৫), মোহিত (২৭), নাজমা (১১), শাহিনুর (৪০), মহিন (১৯) ও প্রনব সাহাসহ (৩০) ১০ জনকে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে এবং তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের সকলের বাড়ী বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ ও আহতরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটগামী দিগন্ত পরিবহনের একটি নৈশ কোচ ওই স্থানে পৌঁছালে রেলের ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের একটি বালু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গেলে বাসে থাকা অন্ততঃ ৩০ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে প্রেরণ করে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার পর বাসটি ঘটনাস্থলে রয়েছে। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


(পিএম/এস/এপ্রিল১৯,২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test