E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বাগেরহাটে সাপ মেরে বিপাকে গ্রামবাসী!

২০১৬ মে ০৩ ১৮:২১:৩৯
বাগেরহাটে সাপ মেরে বিপাকে গ্রামবাসী!

বাগেরহাট প্রতিনিধি : সাপ নিয়ে যেমন অনেক পৌরাণিক কাহিনী আছে, তেমিন এখনো এটিকে  নিয়ে অন্ধ বিশ্বাসও। আবার অনেক সিনেমা নাটকেও সাপের বিষয়টি অন্য রকম ভাবে দেখানো হয়ে থাকে।

বিশেষ করে হিন্দু সম্প্রদায় সাপকে দেবী হিসাবে মনসাকে পূজা করে থাকেন। সাপের মধ্যে অলৌকিক ক্ষমতা আছে এমন ধারণা হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষের। তবে একটি সাপ মারাকে কেন্দ্র করে অলৌকিক ভাবে বার বার আগুন লাগার ঘটনাসহ নানা অঘটন ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামে। এমনটি দাবি করেছেন ওই গ্রামের আমজনতা।

তাঁদেও ধারনা একটি কালকেউটে (গোখরা) সাপ মারাকে কেন্দ্র করে এখন বিপাকে পড়েছেন। সাপটি মারার পর থেকে অলৌকিক ভাবে বাড়িতে- বাড়িতে আগুন লাগছে। এ ঘটনার পর থেকে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ছে চারিদিকে। আগুন লাগার ভয়ে বাড়ির মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছে লোকজন। আগুন নেভানোর জন্য অনেক বাড়িতে প্রস্তুত রাখা হয়েছে পানি। এ ঘটনায় এলাকায় চরম ভীতি ও আতঙ্ক বিরাজ করছে।

হিজলা গ্রামের সবুর খান জানান, ৮ দিন আগে তার মাছ ধরার জালে একটি কেউটে সাপ ধরা পড়ে। সাপটিকে জালসহ বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় সাপটিকে মারার জন্য তার শরীরে আঘাত করা হলে ওই বাড়ির এক কিশোরী মাটিতে গড়াতে থাকে এবং সাপের মত ফণা তুলে সে নাচতে থাকে।

এ সময় সেটিকে পিটিয়ে মারা হলে কিশোরীটি তার সন্তানকে মারা হয়েছে বলে চিৎকার করতে থাকে। এর জন্য ক্ষমা না চাইলে, কেউ নিস্তার পাবেনা বলেও জানায় সে । এরপর থেকে ওই বাড়িতে শুরু হয় অলৌকিক ভাবে আগুন লাগার পালা। প্রতিদিন বাড়ির যেখানে সেখানে অলৌকিক ভাবে আগুন লাগছে।

এ আগুনে অনেক গাছপালা ও খড়ের পালা পুড়ে ছাঁই হয়েছে। গত ৮ দিনে ওই গ্রামের সবুর খান, ইউসুফ খান, সেলিম খান, আসাদ আলী, আলমগীর খান, সোহরাব আলী ও দীন খানের বাড়িতে অলৌকিক ভাবে ১৪-১৫ বার আগুন লাগার ঘটনা ঘটেছে বলেও দাবি করেন ওই বাড়ির লোকজন। বিষয়টি নিয়ে বিভিন্ন ওঝাঁ-বৈদ্যের বাড়িতে চলছে দৌড়-ঝাপ। এতে ভীতি ও চরম আতঙ্ক বিরাজ করছে গ্রামবাসির মধ্যে। পাশাপাশি বিষয়টি ঘিরে জনমনে নানা রহস্যের জন্ম হচ্ছে। প্রতিদিন শত শত উৎসুক লোকজন খবর পেয়ে ভিড় জমাচ্ছেন ওই গ্রামে। যাদের অধিকাংশই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের নর-নারী।

একই গ্রামের আসাদ আলী জানান, সাপটি মারার পর থেকে নানা অঘটন ঘটছে। প্রতিদিন একাধিক বার হঠাৎ করে যেখানে-সেখানে আগুন লাগছে। গ্রামবাসি ছুটে এসে আগুন নেভাচ্ছে। এমন পরিস্থিতিতে লোকজন চরম আগুন আতঙ্কে আছেন। বাড়ির মালামাল অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে বলেও জানান তিনি। আর এর থেকে মুক্তি পেতে বিভিন্ন ওঝাঁ-বৈদ্যের কাছে ছুটছেন তারা।

হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর হোসেনের কাছে জানতে চাইলে, তিনিও বিষয়টি স্বীকার করে জানান, এটি একটি অলৌকিক ব্যাপার বলে জানতে পেরেছি। একটি সাপ মারাকে কেন্দ্র করে বার বার এ ধরণের আগুন লাগার ঘটনা ঘটছে।

প্রাণী ও পাখি বিশেষজ্ঞ শরীফ খানের সাথে কথা হলে তিনি জানান, সাপ মারাকে কেন্দ্র করে এমন ঘটনার কোন নজির নেই। এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই। এটি একটি কাল্পনিক বিষয় মাত্র।

চিতলমারী দারুল উলুুম মাদ্রাসার অধ্যক্ষ (বড় হুজুুর) মো. আব্দুর রহমান সাহেব জানান,এসব জ্বীনের কারবার বলে মনে হচ্ছে। এ ব্যাপরে তদবির দেয়া হয়েছে। এলাকার এক সাধু বাবা জানান, এটা মা মনসার কাজ। সাপ মেরে ফেলার কারণে মা মনসা ক্ষিপ্ত হয়ে এ সব অঘটন ঘটাচ্ছে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার পারভেজ জানান, বর্তমান সময় বিজ্ঞানের যুগে এটি কোন বিশ্বাসযোগ্য বিষয় নয়। এসব আগুন লাগার পেছনে অন্য কি কারণ থাকতে পারে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। তিনি জনগণকে অহেতুক ভীত-সন্ত্রস্ত না হবার পরামর্শ দিয়েছেন।

(একে/এএস/মে ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test