E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সুন্দরবনে অগ্নিকান্ডের ঘটনায় ধানসাগর ষ্টেশন অফিসার সাময়িক বরখাস্ত

২০১৬ মে ০৪ ১৬:৩৭:১৮
সুন্দরবনে অগ্নিকান্ডের ঘটনায় ধানসাগর ষ্টেশন অফিসার সাময়িক বরখাস্ত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনে এক মাসে পর পর চার বার প্রায় একই বনাঞ্চলে নামকতার আগুন রোধে দায়িত্ব অবহেলার অভিযোগে চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন অফিসার সুলতান মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাকে পূর্ব বিভাগের সদর দপ্তর বাগেরহাটে ক্লোজ করার নির্দেশ দিয়েছে বন বিভাগ। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই অভিযোগে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশনের নাংলি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিন বনকর্মীকে বরখাস্ত করা হয়।

গত ২৭ মার্চ থেকে ২৭ এপ্রিলের পর্যন্ত এত্র এক মাসে চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশনভূক্ত নাংলি ও তুলাতলা এলাকায় চার দফায় পরিকর্পিত ভাবে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। যা সুন্দরবনের সংরক্ষণ ব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন কওে তোলে। এ আগুনে অন্তত ২০ একর বন ভূমি পুড়ে ছাই হয়ে যায়। এই নাশকতা আগুনের ঘটনায় থানা ও আদালতে বন আইনে তিনটি মামলায় ১৭ জনকে এজাহারভূক্ত আসামী করে সুন্দরবন বিভাগ।

এসব আসামীরা স্থানীয় আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মী হওয়ায় তাদেও কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। তবে, সন্দেহজনক তিন জনকে আটক করে তাদেও আদালতে পাঠিয়েছে পুলিশ। বারবার আগুন লাগার ঘটনা নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় গত ১ মে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, প্রধান বন প্রধান সংরক্ষক মো. ইউনুছ আলী সুন্দরবনে নাশকতার আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

(একে/এএস/মে ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test