E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

টেবিল চাপড়ে বাজেট সমর্থন বিরোধীদলের

২০১৪ জুন ০৫ ১৮:২৪:১৩
টেবিল চাপড়ে বাজেট সমর্থন বিরোধীদলের

স্টাফ রিপোর্টার : ইতিপূর্বে বাজেট অধিবেশনের প্রায় সবকটিতেই বিরোধীদল সরকারের প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে। নবম জাতীয় সংসদের বিরোধীদল সংসদে যোগ না দিলেও বাইরে সংবাদ সম্মেলন করে বাজেটের সমালোচনা করেছে।

কিন্তু এবারই দেখা মিললো ভিন্ন চিত্র। সরকারের অর্থমন্ত্রী বাজেট পেশ করছেন আর বিরোধীদল টেবিল চাপড়ে তা সমর্থন করছে। বিরোধীদলের প্রতিটি আসনই ছিল পূর্ণ।

আসন্ন ২০১৪-১৫ অর্থবছরের পরিমাণ দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরুর পর অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংসদকে কার্যকর করতে হলে বিরোধীদলের মতপ্রকাশ জরুরি। এখানে বিরোধীদল যদি সরকারের সমালোচনা এবং জনস্বার্থে কথা বলতে ব্যর্থ হয় তবে সংসদ কার্যকর হবে না।

অন্যান্যবারের সংসদের চেয়ে এবারের সংসদ ভিন্ন। এবারের সরকারে বিরোধীদল জাতীয় পার্টির কয়েকজন সাংসদও জায়গা পেয়েছেন। যে কারণে, বিরোধীদল সররকারের গঠিনমূলক সমালোচনা করতে অতটা সক্ষম হবে না বলে ধারণা করা হয়।

তবে জাতীয় পার্টির সাংসদের দাবি, তারা সংসদে বিরোধীদলের যথাযথ ভূমিকা পালনে সক্ষম। শুধু সমালোচনা করলেই ভূমিকা পালন হবে আর সম্মতি দিয়ে হবে না এটা ঠিক না। প্রয়োজনে গঠনমূলক সমালোচনা তারা করতে পারবেন।

(ওএস/এটিআর/জুন ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test