E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সুন্দরবনে নিহত ১

২০১৬ মে ০৬ ১২:২৯:০৫
র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সুন্দরবনে নিহত ১

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর মৃগামারী খাল এলাকায় র‌্যাব-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু বাহিনী প্রধান আলম নিহত হয়েছেন। এ সময় ১২টি দেশি-বিদেশি অস্ত্র, ৫শ রাউন্ড গুলি, টোকেট, সোলার প্যানেল, ১২ ভোল্টের ব্যাটারীসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে। শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৮ এর অপারেশন কর্মকর্তা মেজর আদনান আহম্মেদ জানান, শুক্রবার সকালে সুন্দরবনের শ্যালা নদীর মৃগামারী খাল এলাকায় বনদস্যুরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল ঐ এলাকায় অপারেশনে যায়। শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ করে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছোঁড়ে। উভয় পক্ষের মধ্যে আধা ঘণ্টাব্যাপি বন্দুকযুদ্ধের সময় ৩৫০ থেকে ৪শ` রাউন্ড গুলি বিনিময় হয়। পরে বনদস্যুরা পিছু হটলে র‌্যাব সদস্যরা বনদস্যুদের আস্তানায় অভিযান চালায়। এ সময় বনের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় ওই বনদস্যুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এছাড়া বনের বিভিন্ন স্থানে ছড়ানো ছিটানো অবস্থায় ২২ এয়ার রাইফেল ২টি (বিদেশি), ওয়ান শ্যুটার গান ২টি, দোনলা বন্দুক ২টি, একনলা বন্দুক ৪টি, একনলা কাটা বন্দুক ২টি, বন্দুকের তাজা কার্তুজ ৩৬টি, পয়েন্ট ২২ বোর রাইফেলের গুলি ১১১ রাউন্ড, পয়েন্ট ২২ এয়ার রাইফেলের গুলি ৩৯২ রাউন্ড, বন্দুকের ফায়ারকৃত কার্তুজ (খোসা) ৩৭টি, দেশীয় তৈরি ধারালো অস্ত্র/রামদা ৫টি, বান্ডুলিয়ার ২টি, টর্চলাইট ২টি, তাস ১ সেট, মোবাইল সেট ২টি, সীমকার্ড ১টি, সোলার প্যানেল (২০ ওয়াড, ক্যাবলসহ) ১টি, সোলার বাল্ব ১টি, সোলার চার্জার কন্ট্রোলার ১টি, গ্রামীণ কোম্পানির মোবাইল চার্জার ১টি, লুকাস ব্যাটারি (১২ ভোল্ট) ১টি, চাঁদা আদায়ের কার্ড হিসেবে ব্যবহ্নত লেমিনেটিংকৃত মোট ৫৪/- টাকা (দুই টাকার নোট ২৭টি), ব্যবহ্নত কাপড় এবং বিপুল পরিমাণ রশিদ সামগ্রী ও তৈজসপত্র উদ্ধার করা হয়।

বনদস্যুর মরদেহ পরে স্থানীয় জেলেদের দেখানো হলে তারা তাকে বনদস্যু আলম বাহিনীর প্রধান আলম খান (৪০) বলে সনাক্ত করে। নিহত বনদস্যু ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র মংলা থানায় সোপর্দ করা হবে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

এর আগে গত ১০ মার্চ বৃহস্পতিবার সকালে পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের কচিখালী দরজার খাল এলাকায় র‌্যাব ও কোষ্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু নয়ন বাহিনীর প্রধান মনিরুল ইসলাম ও তার ৩ সহযোগী নিহত হয়েছিল। এ সময় বনদস্যুদের ব্যবহৃত ১৮ টি আগ্নেয়াস্ত্র ও ৪শ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তারও আগে গত ৩১ জানুয়ারি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটির খাল এলাকায় র‌্যাব-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু মশিউর রহমান (৩৫) নিহত হয়েছিল। সে সময়ও জলস্যুদের ববহৃত ১১টি দেশি বিদেশি আগ্নেয়ান্ত্র ও ৪৫০ রাউন্ড গুলি উদ্ধার হয়।

এছাড়া গত ২৮ ডিসেম্বর সকালে সুন্দরবনের তাম্বলবুনিয়া এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু কাশেম বাহিনীর প্রধান কাশেম ওরফে আকাশ ও তার সেকেন্ড ইন কমান্ড ফরিদ ম্যাইজা নিহত হয়। ওই সময় র্যাব বনদস্যুদের ব্যবহৃত ১৭টি আগ্নেয়ান্ত্র ও ৪৫০ রাউন্ড গুলি উদ্ধার করে।

(ওএস/অ/মে ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test