E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

টাঙ্গাইলের ১১ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শনিবার

২০১৬ মে ০৬ ২১:০৯:২৫
টাঙ্গাইলের ১১ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শনিবার

টাঙ্গাইল প্রতিনিধি :শনিবার টাঙ্গাইলের দেলদুয়ার ও মধুপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৫ জন, সাধারণ সদস্য পদে ৪০৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মোট ভোটার রয়েছেন, ২ লাখ ২৩ হাজার ১৩৫ জন।

দেলদুয়ার উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যন পদে ৪৬ জন, সাধারন সদস্য পদে ৩শ’১৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মোট ভোটার রয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৯শ’ ৮০জন।

অপরদিকে, মধুপুর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সীমানা সংক্রান্ত জটিলতায় ৭টি ইউনিয়নে ভোট হচ্ছে না।

মির্জাবাড়ী, আলোকদিয়া ও গোলাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যন পদে ৯ জন, সাধারন সদস্য পদে ৮৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ৩টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৬৯হাজার ১৫৫জন।



(এমএনইউ/এস/মে০৬,২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test